শাহজাহানকে ঘিরে আবারও উত্তাল সন্দেশখালি

শাহজাহানকে ঘিরে আবারও উত্তাল সন্দেশখালি

সন্দেশখালি ঘটনায় উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এরই মধ্যে শুক্রবারের সিবিআই অভিযানে সরবেড়িয়ায় আবু তালেব মোল্লার বাড়িতে মিলেছে অস্ত্র ভাণ্ডারের খোঁজ। দেখা গিয়েছে প্রচুর বিদেশি অস্ত্রের। সূত্রের খবর, বিদেশি নাইন এমএম পিস্তলের খোঁজ মিলেছে, সেই সঙ্গে মিলেছে দেশি ৭ এম‌এম পিস্তল সঙ্গে দেশি-বিদেশি মিলিয়ে উদ্ধার হ‌ওয়া আগ্নেয়াস্ত্রের সংখ্যা অন্তত ১৫। এমনকি বাদ যায়নি বোমা, কার্তুজও। এই ঘটনায় অপারেশনে নেমেছে এনএসজি। এই বিদেশী অস্ত্র কী ৫ জানুয়ারি শাহজাহানের বাড়িতে ছিল? সেই কারণেই কী ইডিকে মরিয়া হয়ে আটকায় শাহজাহান বাহিনী?উঠছে একাধিক প্রশ্ন। এদিকে বিদেশী অস্ত্র থাকার অর্থ আন্তর্জাতিক অস্ত্র পাচার চক্রের সঙ্গেও যোগ রয়েছে এমনটাই ধারনা ওয়াকিবহাল মহলের । সেই যোগ কী শাহজাহানেরও কিনা সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। এদিকে স্বভাবতই, ভোটের মধ্যে প্রশ্নের মুখে জাতীয় নিরাপত্তা। এই অস্ত্র কোথা থেকে কেনা হয়েছিল? এই অস্ত্রপাচার চক্রের সঙ্গে কি আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠনের যোগ রয়েছে? শাহজাহানই বা কীভাবে জড়িত, কীভাবে হয়েছে অস্ত্র পাচার? শাহজাহানের বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার সঙ্গে কী এর যোগ আছে? তাহলে কী রোহিঙ্গা অনুপ্রবেশ এবং আশ্রয় দেওয়ার ক্ষেত্রে শাহজাহান সরাসরি যুক্ত? এনএসজি-র অভিযানের পর থেকেই এই প্রশ্নগুলি ঘোরাফেরা করছে সন্দেশখালির আনাচে-কানাচে।