অন্তর্র্বতী স্থগিতাদেশ প্রণত টুডুর এফআইআরে

অন্তর্র্বতী স্থগিতাদেশ প্রণত টুডুর এফআইআরে

জেলা সংবাদদাতা, ঝাড়গ্রাম: ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডুর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরের উপর অন্তর্র্বতী স্থগিতাদেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। ষষ্ট দফার ভোটের নির্বাচন চলাকালীন গড়বেতার মংলাপাতা এলাকায় আক্রান্ত হন বিজেপি প্রার্থী। তাঁর গাড়ি ভাঙচুর করা হয় বলেও অভিযোগ ওঠে। এছাড়াও প্রার্থীর নিরাপত্তায় থাকা জওয়ানও আক্রান্ত হন এই ঘটনায়। এই ঘটনার পর স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করানোর পরে পুলিশের কাছে অভিযোগ জানান প্রণত। এরপরই প্রার্থীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়। তবে মিথ্যা অভিযোগে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে বলে অভিযোগ প্রণত টুডুর। এর পরিপ্রেক্ষিতে অবিলম্বে এফআইআর খারিজ করার আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী।
এদিন মঙ্গলবার এই মামলার শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন, এখনই পুলিশ বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কোনও কড়া আইনি পদক্ষেপ গ্রহণ করতে পারবে না। একইসঙ্গে তিনি আরও নির্দেশ দেন, গড়বেতা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে রাখতে হবে। মামলার কেস ডায়েরি নিয়মিত আদালতে জমা দিতে হবে। আগামী ২৫ জুন পর্যন্ত বিজেপি শিবিরের প্রার্থীর বিরুদ্ধে কোনও পুলিশি পদক্ষেপ নেওয়া যাবে না, এমনই নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। এপ্রসঙ্গে প্রণত টুডুর আইনজীবী বিল্লদল ভট্টাচার্য এক সংবাদ মাধ্যমকে জানান, ‘গড়বেতায় পুলিশের পক্ষ থেকে একটি সাদা-মাটা  কেস করা হয়েছে। অথচ প্রার্থীর বিরুদ্ধে পুলিশ জামিন অযোগ্য ধারায় এফআই আর দায়ের করে ৪১এ ধারায় নোটিশ পাঠিয়েছে। তদন্তের স্বার্থে প্রণত টুডুকে দ্রুত পুলিশের সঙ্গে দেখা করতে বলা হয়েছে।’
বিল্লদল আরও যোগ করেন, ‘আগামীকাল গণনায় যাতে কোনও ভাবেই বিজেপি প্রার্থী অংশ গ্রহণ করতে না পারেন সেই কারণেই এই চক্রান্ত করা হয়েছে।’ অন্যদিকে, সরকার পক্ষের আইনজীবী স্বপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘তদন্ত প্রাথমিক পর্যায় রয়েছে। সেখানে বিজেপির প্রচুর কর্মী সমর্থকরা উপস্থিত ছিল।’ দুপক্ষের বক্তব্য পেশের পর বিচারপতি বলেন, ‘যিনি আক্রান্ত হয়েছেন অর্থাৎ বিজেপি প্রার্থীর অভিযোগের ভিত্তিতে এফআইআর করলেন না, উল্টে কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীর অভিযোগের ভিত্তিতে এফআইআর করলেন।’ জানা গিয়েছে, আগামী ১৮ই জুন মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।