পুজোর অনুদান প্রত্যাখ্যান বেহালার সবেদা বাগান ক্লাবের

মণ্ডপে ঢাক-গান-ধুনুচি নাচ নয়, এবার পুজোয় আনন্দ নয়, দাবি একটাই বিচার চাই, অনুদান ফেরাল বেহালা চৌরাস্তার সবেদা বাগান ক্লাব। বেহালা চৌরাস্তার সবেদা বাগান ক্লাবের সিদ্ধান্ত, এবার পুজোতে কোনও ঢাক বাজানো হবে না। গান বাজবে না। সমস্ত আনন্দ থেকে বিরত থাকবে সবেদা বাগান পুজো কমিটি

পুজোর অনুদান প্রত্যাখ্যান বেহালার সবেদা বাগান ক্লাবের

আজ এখন ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার,১০ সেপ্টেম্বর : মণ্ডপে ঢাক-গান-ধুনুচি নাচ নয়, এবার পুজোয় আনন্দ নয়, দাবি একটাই বিচার চাই, অনুদান ফেরাল বেহালা চৌরাস্তার সবেদা বাগান ক্লাব। বেহালা চৌরাস্তার সবেদা বাগান ক্লাবের সিদ্ধান্ত, এবার পুজোতে কোনও ঢাক বাজানো হবে না। গান বাজবে না। সমস্ত আনন্দ থেকে বিরত থাকবে সবেদা বাগান পুজো কমিটি। তাঁদের স্পষ্ট বক্তব্য, শুধুমাত্র নিয়মরক্ষায় কোনও রকমে এবার পুজো করা হবে শুধু। এবার পুজোয় শুধুমাত্র একটাই দাবি, তিলোত্তমার খুনের বিচার চাই। আর তাই প্রতিবাদ হিসেবেই সরকারি ৮৫০০০ টাকা অনুদান প্রত্যাখ্যানের সিদ্ধান্ত ক্লাব কর্তৃপক্ষের।