হাওড়ায় নমিনেশন পেশ
হাওড়ায় নমিনেশন পেশ
ইতিমধ্যে লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট শেষ। হাওড়ায় ২০শে মে লোকসভা ভোটের পঞ্চম দফা। ২৬ শে এপ্রিল শুরু হয়েছে নমিনেশন পেশ। এদিন হাওড়া জেলা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দিলেন উলুবেরিয়া লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সাজদা আহমেদ, বিজেপি প্রার্থী অরুণ উদয় পালচৌধুরী ও হাওড়া লোকসভা কেন্দ্রের এসইউসিআই প্রার্থী উত্তম চ্যাটার্জী। কড়া নিরাপত্তার মধ্যে পেশ করা হল মনোনয়নপত্র ।