Higher Secondary result 2024: প্রথম অভীক দাস, উচ্চমাধ্যমিকে ছাত্রদের টেক্কা ছাত্রীদের

পাশের হারে ছেলেদের ছাপিয়ে এগিয়ে গিয়েছে মেয়েরা। সংখ্যালঘু পড়ুয়াদের মধ্যে ছাত্রীদের এই সাফল্যে উচ্ছ্বসিত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

Higher Secondary result 2024: প্রথম অভীক দাস, উচ্চমাধ্যমিকে ছাত্রদের টেক্কা ছাত্রীদের

রাখী পোদ্দার, কলকাতা: এই মুহূর্তে রেজাল্ট হাতে পাবে না উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা। সাংবাদিক বৈঠক করে উচ্চমাধ্যমিকের পরীক্ষার ফলপ্রকাশ করলেন সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। এবছর উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছেন আলিপুরদুয়ারের ম্যাকউইলিয়াম হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্র অভীক দাস। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৬ (৯৯.০২ শতাংশ)। দ্বিতীয় হয়েছেন সৌম্যদীপ সাহা। তিনি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৫। এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তৃতীয় হয়েছেন মালদার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের পড়ুয়া অভিষেক গুপ্ত। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৪। চতুর্থ হয়েছে দুই ছাত্রী কোচবিহারের প্রতীচি রায় তালুকদার ও চন্দননগরের স্নেহা ঘোষ। প্রাপ্ত নম্বর ৪৯৩।

এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭,৫৫,৩২৪ জন। ৬০টি বিষয়ে পরীক্ষা নেওয়া হয়েছিল। আগামী ১০ই মে সকাল ১০টা থেকে মার্কশিট এবং শংসাপত্র স্কুলগুলির হাতে তুলে দেবে সংসদ। ওই দিন স্কুলগুলি পরীক্ষার্থীদের সেই মার্কশিট এবং শংসাপত্র বিতরণ করবে। এবছর উচ্চ মাধ্যমিকে পাশের হার বাড়ল। চলতি বছরে উচ্চমাধ্যমিকে পাশের হার ৯০ শতাংশ। গতবার ছিল ৮৯.২৫ শতাংশ। চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি শুরু হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা, চলেছিল ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। ৬৯ দিনের মাথায় উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরচ্ছে। ৭০ শতাংশের বেশি নম্বর পেয়েছে ২২.৩৮ শতাংশ, ৮০ শতাংশের বেশি নম্বর পেয়েছে ৮.৪৭ শতাংশ। উচ্চ মাধ্যমিকে পাশের হারে এগিয়ে পূর্ব মেদিনীপুর। ৯৫.৭৭ শতাংশ পাশের হার। দ্বিতীয় স্থানে রয়েছে কালিম্পং- ৯২.৫১ শতাংশ। এরপর কলকাতা- ৯২.১৩ শতাংশ। পশ্চিম মেদিনীপুর- ৯২.৭৮ শতাংশ। দক্ষিণ ২৪ পরগনা- ৯২.৮৭ শতাংশ। উত্তর ২৪ পরগনা- ৯২.০৫ শতাংশ। হুগলি- ৯১.০৬ শতাংশ। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করতে পারেনি ৭৫৫৪০ জন পরীক্ষার্থী। প্রথম দশে রয়েছে ৫৮ জন। তাঁদের মধ্যে ছাত্র ৩৫ জন, ছাত্রী ২৩ জন। হুগলি থেকে এই তালিকায় রয়েছে ১৩ জন। দক্ষিণ ২৪ পরগনা থেকে ৭ জন, কলকাতা থেকে ৫ জন, পূর্ব বর্ধমান-পূর্ব মেদিনীপুর থেকে ৪ জন করে, কোচবিহার ও মালদা থেকে ৩ জন করে, আলিপুরদুয়ার, বীরভূম, উত্তর দিনাজপুর থেকে ২ জন করে এবারের উচ্চ মাধ্যমিক মেধা তালিকায় জায়গা পেয়েছেন। কলা বিভাগে পাশের হার ৮৮.২ শতাংশ, বিজ্ঞান বিভাগে পাশের হার ৯৭.১৯ শতাংশ, বাণিজ্য বিভাগে পাশের হার ৯৬. ০৮ শতাংশ। 

সবচেয়ে বেশি প্রথম দশে ছাত্রছাত্রী রয়েছে হুগলি থেকে মোট সংখ্যা ১৩জন। পাশের হারে ছেলেদের ছাপিয়ে এগিয়ে গিয়েছে মেয়েরা। এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ১,৮৭,৯২৪ জন সংখ্যালঘু ছাত্র-ছাত্রী বসেছিলেন। এবার পাশ করেছেন ৮৬.৯০ শতাংশ পরীক্ষার্থী। সংখ্যালঘু ছাত্রীর হার ৬০ শতাংশ। ছেলেদের পাশের হার ৪০ শতাংশ। সংখ্যালঘু পড়ুয়াদের মধ্যে ছাত্রীদের এই সাফল্যে উচ্ছ্বসিত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।