সিটি সেন্টারে ভোটদানে উৎসাহপ্রদান প্রশাসনের, তৈরি হল সেলফি জোন

সিটি সেন্টারে ভোটদানে উৎসাহপ্রদান প্রশাসনের, তৈরি হল সেলফি জোন

শুক্রবার সকাল থেকে সল্টলেক সিটি সেন্টারের সামনে একটি সেলফি জোন। তার পাশাপাশি লিফলেট বিতরণ পথ চলতি মানুষদের কাছে। শুক্রবার সল্টলেক সিটি সেন্টারে ভোট সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য জেলা নির্বাচন দফ্তর ও বিধান নগর মহকুমা প্রশাসন এমনই এক উদ্যোগ গ্রহন করেছে। এসডিও বিধান নগরের দাবি, পশ্চিমবঙ্গে ভোটদানের হার অনেক বেশি হলেও বিধাননগর এলাকায় ভোট দানের হার তুলনায় অনেকটাই কম। সেই কারণেই প্রশাসন মনে করছেন, ভোটদানের মতো মৌলিক কর্তব্যের বার্তা মানুষের কাছে আরও বেশি করে পৌঁছে দেওয়া দরকার। দরকার  ইয়ং ভোটদানকারীদের উৎসাহিত করে তোলা। লিফলেটিতে ভোট সম্পর্কিত যাবতীয় তথ্য এবং বিশদে জানার ক্ষেত্রে  ১৯৫০ হেল্প লাইন নাম্বার দেওয়া হয়েছে। এই দিন ফিতে কেটে সেলফি জোনের উদ্বোধন করলেন মহকুমা শাসক সুমন পোদ্দার।
এই প্রসঙ্গে সুমন পোদ্দার জানান, "পশ্চিমবঙ্গে ভোটদানের হার অত্যন্ত বেশি কিন্তু বিধান নগর এলাকায় ভোটদানের হার রাজ্যের যে ভোট দান তার থেকে কম। সেই কারণেই মনে করা হয়েছে মানুষজনের কাছে আরও বেশি করেই বার্তাটা পৌঁছে দেওয়া দরকার যে এই সাংবিধানিক অধিকার যে দায়িত্ব সেটা পালন করি। বিশেষ করে ইয়ং ভোটার কে আরো উৎসাহিত করার জন্য একটি ফটো জোন করা হলো এবং একটি লিফলেট ডিজাইন করা হয় সেটি বিলি করা হচ্ছে। সেখানে নতুন ভোটারদের মনে নানা ধরনের প্রশ্ন থাকতে পারে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করা হয়েছে।"