না ফেরার দেশে ‘টাইটানিক’-এর ক্যাপ্টেন
১৯৭৫ সালের ‘ইট কুড হ্যাপেন টু ইউ’ নামক এক তথ্যচিত্রের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন বার্নার্ড হিল। এরপর ১৯৯৭ সালে জেমস ক্যামেরন পরিচালিত অস্কারজয়ী ‘টাইটানিক’ ছবিতে জাহাজের ক্যাপ্টেন এডওয়ার্ড জন স্মিথের চরিত্রে তাঁর অভিনয় আজও মনে রেখেছেন গোটা দর্শকমহল।
আজ এখন নিউজ ডেস্কঃ প্রয়াত হলেন ‘টাইটানিক’ খ্যাত ব্রিটিশ অভিনেতা বার্নার্ড হিল। রবিবার লন্ডনে ৭৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। যদিও তাঁর মৃত্যুর কারণ এখনও পর্যন্ত অস্পষ্ট। জানা গিয়েছে, এই অন্তিম মুহূর্তে তাঁর পাশে ছিলেন বাগদত্তা অ্যালিসন এবং ছেলে গ্যাব্রিয়েল।
১৯৭৫ সালের ‘ইট কুড হ্যাপেন টু ইউ’ নামক এক তথ্যচিত্রের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন বার্নার্ড হিল। এরপর ১৯৯৭ সালে জেমস ক্যামেরন পরিচালিত অস্কারজয়ী ‘টাইটানিক’ ছবিতে জাহাজের ক্যাপ্টেন এডওয়ার্ড জন স্মিথের চরিত্রে তাঁর অভিনয় আজও মনে রেখেছেন গোটা দর্শকমহল। ২০০২ সালে ‘দ্য লর্ড অফ দ্য রিংস’ ফ্র্যাঞ্চাইজ়ির ‘দ্য দু টাওয়ার’ ছবিতে রাজা থিয়োডেনের চরিত্রে দর্শকের নজর কাড়েন তিনি। পরের বছর ‘রিটার্ন অফ দ্য কিং’ ছবিতেও একই চরিত্রে অভিনয় করে তাক লাগান বার্নাড।
সিনেমার পাশাপাশি একাধিক ওয়েব সিরিজেও তাঁর অভিনয় মন্ত্রমুগ্ধ করেছে গোটা বিশ্ববাসীকে। শেষ বারের মত তিনি অভিনয় করেছিলেন ‘ফরএভার নাও’ নামক হলিউড ছবিতে। তাঁর এই প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে হলিউডে। সমাজমাধ্যমে অনুরাগী-সহ সকলেই শোকপ্রকাশ করেছেন।