Met Gala 2024: সব্যসাচীর সৃজনশীলতায় আলিয়া ভাটের শাড়ি

সঞ্জয় লীলা বানশালী পরিচালিত 'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি' হোক কিংবা 'রকি অর রানি কি প্রেম কাহানি' প্রতিটি সিনেমায় আলিয়া ভাটের শাড়ি নজর কেড়েছে গোটা বিশ্ববাসীর। আর এবারও তাঁর শাড়ির প্রতি ভালোবাসা ফুটে উঠেছে মেট গালা ২০২৪-এর ইভেন্টে।

Met Gala 2024: সব্যসাচীর সৃজনশীলতায় আলিয়া ভাটের শাড়ি

রাখী পোদ্দার, কলকাতাঃ সঞ্জয় লীলা বানশালী পরিচালিত 'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি' হোক কিংবা 'রকি অর রানি কি প্রেম কাহানি' প্রতিটি সিনেমায় আলিয়া ভাটের শাড়ি নজর কেড়েছে গোটা বিশ্ববাসীর। আর এবারও তাঁর শাড়ির প্রতি ভালোবাসা ফুটে উঠেছে মেট গালা ২০২৪-এর ইভেন্টে। সম্প্রতি, এই ইভেন্টে তাঁর অত্যাশ্চর্য ফ্লোরাল শাড়ির লুক আবারও মন জয় করেছে নেটিজেনদের।

এদিন বলিউড খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা শাড়ি পরেছিলেন অভিনেত্রী। তাঁর পোশাকের এই নির্বাচন কেবলমাত্র তাঁর ভারতীয় ঐতিহ্যের প্রতিই সম্মানকে তুলে ধরেনি বরং ইভেন্টের থিম 'গার্ডেন অফ টাইম'কেও পুরোপুরিভাবে সমর্থন করেছে। এই মাস্টারপিস শাড়িটি তৈরি করার পিছনে ছিল ১৬৩ জন দক্ষ কারিগরের কঠোর পরিশ্রম। জানা গিয়েছে, প্রায় ১৯৫৬ ঘন্টা ধরে বোনা হয়েছে এই শাড়ি।  

আলিয়া তাঁর ভারতীয় শিকড়ের মার্জিত উপস্থাপনার মাধ্যমে বিশ্বব্যাপী ইন্টারনেট ব্যবহারকারীদের মন্ত্রমুগ্ধ করেছে। কিন্তু লক্ষ্য করেছেন কী? সাজের সঙ্গে সামঞ্জস্য রেখে কানের পিছনে একটি কালো টিপও পরেছিলেন আলিয়া। নেটিজেনদের অনেকেই একে বলছেন,'নজর টিকা'। আলিয়ার বক্তব্য, তাঁকে চিরকালই সব্যসাচীর পোশাকে ভাল লাগে। আর তাই, মেট গালার জন্য সেটাকেই বেছেছিলেন তিনি। তাঁর মতে মেট গালা রেড কার্পেটের যে থিম ছিল, সেক্ষেত্রে শাড়ির থেকে সেরা আর কিছুই হতে পারে না।

এর আগে ২০২৩ সালে প্রথমবারের মত মেট গালা ইভেন্টে অভিষেক ঘটেছিল আলিয়ার। ভাসান বালার পরিচালনায় 'জিগরা' চলচ্চিত্রে তাঁর অভিনয় দেখার জন্য অধীর আগ্রহে রয়েছে গোটা দর্শকমহল। সেখানে তাঁকে অভিনয় করতে দেখা যাবে ভেদাং রায়নার বিপরীতে ৷ এই বছরের শেষের দিকে ২৭ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে ছবিটি।