নিম্নচাপের জেরে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে
বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপ এখন ওড়িশার স্থলভাগে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। শক্তি হারিয়ে তা এখন অতি গভীর থেকে গভীর নিম্নচাপে পরিণত। মৌসুমী অক্ষরেখা ফের ফিরবে বাংলার দিকে। এর প্রভাবে বুধবার ও বৃহস্পতিবার মেঘলা আকাশ এবং বৃষ্টির সম্ভাবনা রাজ্য জুড়ে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর।
আজ এখন ডেস্ক, পুস্পিতা বড়াল, ১০ সেপ্টেম্বর: বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপ এখন ওড়িশার স্থলভাগে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। শক্তি হারিয়ে তা এখন অতি গভীর থেকে গভীর নিম্নচাপে পরিণত। মৌসুমী অক্ষরেখা ফের ফিরবে বাংলার দিকে। এর প্রভাবে বুধবার ও বৃহস্পতিবার মেঘলা আকাশ এবং বৃষ্টির সম্ভাবনা রাজ্য জুড়ে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর৷ পাশাপাশি এও জানানো হয়েছে যে, দক্ষিণবঙ্গের উপকূল-সহ পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতেও। আজ, মঙ্গলবার মূলত মেঘলা আকাশ থাকলেও আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হবে জেলায় জেলায়। নিম্নচাপের কারণে মঙ্গলবার দুপুর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। বাংলা ও ওড়িশার মৎস্যজীবীদের জ্যন এই সতর্কবার্তা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে। সঙ্গে এও জানানো হয়েছে, কলকাতায় মঙ্গলবার বেশিরভাগ সময় মেঘলা আকাশই থাকবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। তবে কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা। কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী শুক্রবার পর্যন্ত।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৯ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.১ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৪ থেকে ৯৪ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৮ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টি হয়েছে ১৬.১ মিলিমিটার
।