স্নানের জল থেকেও চুলের ক্ষতি হচ্ছে? তার সঙ্গে বাইরের ধুলো-ধোঁয়া, এর প্রতিরোধের উপায় কী?

সূর্যের অতিবেগনি রশ্মি ত্বকের মতো চুলেরও কিন্তু ক্ষতি করে। সেই ক্ষতি আটকাবেন কী করে? জানুন...

স্নানের জল থেকেও চুলের ক্ষতি হচ্ছে? তার সঙ্গে বাইরের ধুলো-ধোঁয়া, এর প্রতিরোধের উপায় কী?

আজ এখন ডেস্ক, পুস্পিতা বড়াল, ৯ সেপ্টেম্বর: চুল পড়া (hair fall) সাধারণত আটকানো যায় না। আমরা যেই জল দিয়ে স্নান করি, সেই জল দূষিত কিনা তা জানতে পারিনা আমরা। আবার, ভিজে চুলে বাইরে গিয়ে সেখানকার ধুলো-ময়লা মাথার ত্বকে জমলেও ক্ষতি হবে।তা ছাড়া রোদ তো আছেই। সূর্যের অতিবেগনি রশ্মি ত্বকের মতো চুলেরও কিন্তু ক্ষতি করে। সেই ক্ষতি আটকাবেন কী করে?

১) সালফেট বিহীন শ্যাম্পু (shampoo) ব্যবহার করতে হবে:

বায়ুদূষণের প্রভাব থেকে চুল সুরক্ষিত রাখতে শ্যাম্পু করা প্রয়োজন। কিন্তু সেই শ্যাম্পুর মধ্যে যদি সালফেট থাকে, তা হলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনাই বেশি। মাথার ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে যেতে পারে। তাই শ্যাম্পু কেনার সময়ে খেয়াল রাখতে হবে, তা যেন সালফেট-মুক্ত হয়।

২) নিয়মিত মাথার ত্বক পরিষ্কার করতে হবে:

অনেকেই মনে করেন, ঘন ঘন শ্যাম্পু করলে চুলের ক্ষতি হয়। এ কথা যে একেবারে ভুল, তা নয়। কিন্তু তার চেয়েও বেশি ক্ষতি হয় মাথার ত্বকে ঘাম, ধুলো-ময়লা জমলে। মাথার ত্বক পরিষ্কার রাখতে চুলের ধরন অনুযায়ী শ্যাম্পু, কন্ডিশনার বেছে নিতে পারেন। চুল ভাল রাখতে সপ্তাহে তিন দিন শ্যাম্পু করাই যেতে পারে।

৩) চুল ঢেকে বাইরে বেরোন:

বাইরের দূষণ থেকে চুল সুরক্ষিত রাখার সহজ উপায় হল তা ঢেকে রাখা। তাই বাইরে বেরোলে স্কার্ফ, টুপি কিংবা ওড়না দিয়ে চুল ঢেকে রাখা যেতে পারে। বায়ুবাহিত ব্যাক্টেরিয়া চুলের মধ্যে গিয়ে, মাথার ত্বকে সংক্রমণ ঘটানোর সুযোগ পাবে না।

৪)পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে:

স্বাস্থ্যোজ্জ্বল চুলের গোড়ার কথা হল হাইড্রেশন। অর্থাৎ শরীরে জলের অভাব হতে দেওয়া যাবে না। তার জন্য কী করতে হবে? জল তো বটেই, সারা দিন ধরে নানা রকম পানীয় খেতে হবে। যা শরীরকে আর্দ্র রাখার পাশাপাশি তা থেকে টক্সিন দূর করতেও সাহায্য করবে।

৫)রোদ লাগতে দেওয়া যাবে না:

দীর্ঘ ক্ষণ রোদে থাকলে ত্বকের ক্ষতি হয়। তাই বাইরে বেরোনোর আগেই সানস্ক্রিন মেখে নেন। তবে, অনেকেই হয়তো জানেন না, সূর্যের অতিবেগনি রশ্মি কিন্তু একই ভাবে চুলেরও ক্ষতি করে। তাই চুলের ক্ষতি এড়াতে এমন প্রসাধনী ব্যবহার করুন, যেগুলি অতিবেগুনি রশ্মির হাত থেকে চুল সুরক্ষিত রাখে।