শাহজাহানকে গ্রেফতার করতে কেন ৫৪ দিন সময় লাগলো ? প্রশ্ন সুজন চক্রবর্তীর
শাহজাহানকে গ্রেফতার করতে কেন ৫৪ দিন সময় লাগলো ? প্রশ্ন সুজন চক্রবর্তীর
আজ সকাল থেকেই জোরদার প্রচারে নেমেছেন দমদম প্রার্থী সুজন চক্রবর্তী। প্রচার চলাকালীন সন্দেশখালি নিয়ে আবারও মুখ খুলতে দেখা যায় তাকে। তিনি বলেন সন্দেশখালিতে মা বোনেদের উপর অত্যাচার চালিয়েছে সেখ শাহজাহান, সেই শাহজাহানকে কেন গ্রেফতার করতে ৫৪ দিন সময় লাগলো? তিনি আরও বলেন মুখ্যমন্ত্রীর ‘ডিজি’ তিনদিন গিয়েছিলো সন্দেশখালিতে এর পরেও কেন কিছু টের পেলো না? যেখানে সকল সাধারন মানুষ জানে সেখানে কী হয়েছিলো। যে বিষয় গুলো সাধারণ মানুষ জানে সেগুলো ইডি বা পুলিশ জানেনা কেন?
এদিন রাজ্য সরকারের পাশাপাশি কেন্দ্রীয় সরকারের উপরেও ক্ষোভ উগ্রে দেন তিনি। সন্দেশখালি সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন বলেন ৫ জানুয়ারির পর পরের দফায় ইডির যেতে কেন ১৯ দিন সময় লাগলো? ইডি কেন সেখ শাহজাহানকে ১৯ দিন সময় দিল সমস্ত প্রমাণ সরিয়ে ফেলার জন্য?