নদীয়ায় জলন্ত গাড়ি থেকে উদ্ধার মাদক
নদীয়ায় জলন্ত গাড়ি থেকে উদ্ধার মাদক
শান্তিপুর, পিয়ালী বোসঃ সুইফট গাড়িতে আগুন। ঘটনাটি ঘটেছে শান্তিপুরের প্রফুল্ল নগরে। সূত্রের খবর, ওই সুইফট গাড়ি করে মাদক পাচার করা হচ্ছিল। জানা গিয়েছে, গাড়িটি রানাঘাট থেকে কৃষ্ণনগরের দিকে যাওয়ার সময় প্রফুল্ল নগর এলাকায় আগুন ধরে যায়। স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে। পরে অবশ্য রানাঘাটের একটি দমকল ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর থেকেই গাড়ির চালক পলাতক। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।