রেশন দুর্নীতি মামলায় ইডির নজরে এবার ঋতুপর্ণা

ইতিমধ্যেই ইমেল মারফত তাঁর সঙ্গে যোগাযোগ করেছে ইডি। যদিও এ ব্যাপারে তাঁর সঙ্গে কোনও যোগাযোগ করা হয়নি বলে দাবি ঋতুপর্ণার। তিনি জানিয়েছেন, 'তলব করা হলে আমি আইনজীবীর সঙ্গে কথা বলে হাজিরা দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেব।'

রেশন দুর্নীতি মামলায় ইডির নজরে এবার ঋতুপর্ণা

কলকাতা: এবার রেশন দুর্নীতি মামলায় নাম জড়াল টলি তারকা ঋতুপর্ণা সেনগুপ্তের। অভিনেত্রীকে সমন পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ওরফে ইডি। যদিও এর আগেও ঋতুপর্ণাকে ডাক পাঠিয়েছিল ইডি। ২০১৯ সালে অর্থলগ্নি সংস্থা রোজভ্যালির আর্থিক নয়ছয়ের মামলায় জিজ্ঞাসাবাদের প্রায় পাঁচ বছর পরে আবার অন্য মামলায় ইডি তলব করল তাঁকে। বৃহস্পতিবার ইডি সূত্রে জানা গিয়েছে, ৫ জুন তাঁকে ইডির দফতরে ডেকে পাঠানো হয়েছে। ইডি সূত্রে খবর, বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন তিনি। ইতিমধ্যেই ইমেল মারফত তাঁর সঙ্গে যোগাযোগ করেছে ইডি। যদিও এ ব্যাপারে তাঁর সঙ্গে কোনও যোগাযোগ করা হয়নি বলে দাবি ঋতুপর্ণার। তিনি জানিয়েছেন, 'তলব করা হলে আমি আইনজীবীর সঙ্গে কথা বলে হাজিরা দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেব।'

তবে কেন এই তলব? সূত্রের দাবি, রেশন দুর্নীতিতে গ্রেফতার এক অভিযুক্তের সঙ্গে টলিউড অভিনেত্রীর প্রায় এক কোটি টাকা নগদ লেনদেনের হদিস মিলেছে তদন্তে। তার কারণ এবং সেই অর্থের ‘গন্তব্য’ জানতেই তাঁকে ডেকে পাঠানো হয়েছে। উল্লেখ্য, রেশন দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য, রেশন ব্যবসায়ী বাকিবুর রহমান-সহ শাসকদলের কয়েক জন নেতা ও তাঁদের ঘনিষ্ঠদের এর আগেই গ্রেফতার করেছে ইডি। তবে এই মামলায় ঋতুপর্ণার নাম ওঠায় খানিকটা বড় চমকই দিয়েছে জনগণকে। যদিও এর আগে ২০১৯ সালে রোজভ্যালি কাণ্ডে শুধু ঋতুপর্ণা সেনগুপ্ত নন, ডাক পড়েছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়েরও। অভিনেত্রীর নাম ইডির সমন এই নিয়ে দ্বিতীয়বার। তবে ৫ জুন ইডি অফিসে তিনি হাজিরা দেবেন কি না তা নিয়ে জল্পনা এখনও পরিষ্কার নয়। কারণ, সামনেই মুক্তি পেতে চলেছে 'অযোগ্য'। যা নিয়ে বর্তমানে বড়ই ব্যস্ত তিনি।