সাইকেল চালিয়ে ভোট কেন্দ্র পরিদর্শনে জেলাশাসক

সাইকেল চালিয়ে ভোট কেন্দ্র পরিদর্শনে জেলাশাসক

শুক্রবার সকালে নদিয়ার ভীমপুর থানার হুদাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শন করলেন নদিয়ার জেলাশাসক এস অরুণ প্রসাদ। এদিন সাইকেল চালিয়ে তিনি প্রথমে স্কুল পরিদর্শন করেন এবং সাধারণ মানুষ যাঁরা ওই এলাকার ভোটার তাঁদের সঙ্গে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে কথা বলেন I এই এলাকায় ভোট  শান্তিপূর্ণভাবে হয় কি না তা সাধারণ মানুষের কাছ থেকে জানেন তিনি I পাশাপাশি হুদাপাড়া সীমান্ত সংলগ্ন গ্রাম হওয়ায় গ্রামে হেঁটে হেঁটে বিভিন্ন সমস্যার কথাও শোনেন জেলাশাসক। সাধারণ মানুষের যে বিভিন্ন সমস্যা রয়েছে তা নির্বাচনের পর দেখবেন বলে জানিয়েছেন অরুণ প্রসাদ I এদিন সীমান্তের ভোট কেন্দ্র পরিদর্শনে জেলাশাসকের সঙ্গে ছিলেন সদর মহকুমা শাসক, চাপড়া ব্লকের বিডিও  এবং নির্বাচন আধিকারিক। সীমান্ত সংলগ্ন এলাকায় জেলাশাসক আসার খবর পৌঁছতেই সাধারণ মানুষ ভিড় জমাতে শুরু করেন। গণতান্ত্রিক উপায়ে নির্ভীকভাবে ভোটদানের আশ্বাস দেওয়া ছাড়াও ভোটকেন্দ্রে বিভিন্ন পরিকাঠামো খতিয়ে দেখেন নদিয়া জেলা প্রশাসনের কর্তারা। গ্রামে জেলাশাসক এসে  অভাব অভিযোগ শুনে আশ্বাস দেওয়ায় গ্রামবাসীরা খুশি।