স্টান্ট দেখাতে গিয়ে দুর্ঘটনা
howrah, jagatballavpur, stunt, performance, accident
জেলা সংবাদদাতা, হাওড়া : স্টান্ট দেখাতে গিয়ে জগৎবল্লভপুরে ভয়াবহ দুর্ঘটনা, গুরুতর জখম দুই বাইক আরোহী। রবিবার সকালে জগৎবল্লভপুরের সন্তোষপুরে ওই ঘটনা ঘটে। হাওড়া আমতা রোডে স্টান্ট বাইকিংয়ের সময় উল্টোদিক থেকে আসা একটি বাইকের মধ্যে ওই সংঘর্ষ হয় বলে জানা গিয়েছে। বাইকের গতি এতটাই বেশি ছিল যে, দু’জনেই ছিটকে পড়ে যান রাস্তার ধারের নয়নজুলিতে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে জগৎবল্লভপুর থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের সাহায্য উদ্ধার করে দুই বাইক আরোহীকে পাঠানো হয় জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে। পরে অবস্থার অবনতি হওয়ায় এদের কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।