স্নানাগারে ঢুকিয়ে শ্লীলতাহানি
murshidabad, khatra, tribalwoman, harassment, bankura
জেলা সংবাদদাতা, মুর্শিদাবাদ : খাতড়া আদিবাসী মহাবিদ্যালয়ের মহিলা হস্টেলে কর্মরত আদিবাসী সম্প্রদায়ের এক কেয়ারটেকারকে শ্লীলতাহানির অভিযোগ উঠলো ওই হোস্টেলের নৈশ প্রহরীর বিরুদ্ধে। অবরোধকারীদের তরফে দাবি, ওই হস্টেলে কেয়ারটেকারের কাজ করেন এক আদিবাসী মহিলা। শনিবার দুপুরে ওই মহিলা স্নান করে বেরোনোর সময় ওই হোস্টেলের নৈশ প্রহরী জোর করে বাথরুমে ঢুকিয়ে তাঁকে শ্লীলতাহানি করে বলে অভিযোগ। পরে ওই মহিলা বিষয়টি খাতড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
ওই ঘটনার প্রতিবাদে অভিযুক্তের শাস্তির দাবিতে সরব হলেন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। বাঁকুড়া-রানীবাঁধ রাজ্য সড়কের উপর খাতড়া রাজাপাড়া সংলগ্ন ওই হোস্টেলের সামনে পথ অবরোধ করলেন তাঁরা। রবিবার সকাল থেকে ওই অবরোধের জেরে আটকে পড়ে অসংখ্য যাত্রী ও পণ্যবাহি যানবাহন।