Sankrail: বিদ্যুৎ দপ্তরের গাফিলতির জেরে মৃত্যু হল এক গ্রামবাসীর

স্থানীয় সূত্রে জানা গেছে, চাষের জমিতে ১১ হাজার ভোল্টের তার ঝুলে ছিল আর তাতেই মৃত্যু হল এক ব্যক্তি সহ একটি মহিষের। বৃহস্পতিবার সকালে গ্রামবাসীরা দেখতে পায় লাইন করে মানুষজন জমিনের দিকে যাচ্ছে।

ঘটনাটি ঘটেছে সাঁকরাইল ব্লকের লাউদহ গ্রাম পঞ্চায়েতের কুমড়াশোল মৌজায়। স্থানীয় সূত্রে জানা গেছে, চাষের জমিতে ১১ হাজার ভোল্টের তার ঝুলে ছিল আর তাতেই মৃত্যু হল এক ব্যক্তি সহ একটি মহিষের। বৃহস্পতিবার সকালে গ্রামবাসীরা দেখতে পায় লাইন করে মানুষজন জমিনের দিকে যাচ্ছে। গিয়ে দেখে মৃত অবস্থায় পড়ে রয়েছে এক ব্যক্তি ও একটি মহিষ। কয়েকদিন আগে ঝড় বৃষ্টির কারণেই বিদ্যুতের এই লাইনটি ছিঁড়ে চাষের জমিতে ঝুলছিল। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম অরুণ মান্ডি বাড়ি লাউদহ গ্রামে। সাঁকরাইল থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহ ময়না তদন্তের জন্য নিয়ে যায়। দীর্ঘদিন ধরে একটি মিনি ঘরে কারেন্ট সংযোগ ছিল, কিন্তু মিনি ঘরটি বন্ধ। তাহলে কারেন্ট কেন লাইনে প্রশ্ন উঠছে? এর আগেও একটি গরু কারেন্ট শট খেয়ে মারা গেছে। বিদ্যুৎ দপ্তরকে জানিয়েছে গ্রামবাসীরা এখনো পর্যন্ত বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এসে পৌঁছায়নি। মানুষের মৃত্যু ও মহিষের ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন গ্রামবাসীরা।