জগন্নাথদেবের চন্দন যাত্রায় বাজি ফেটে অগ্নিদগ্ধ ৩০,মৃত্যু ৩

বাজি ফেটে অগ্নিকাণ্ডে দগ্ধ হলেন অন্তত ৩০ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনায় ২ জনের মৃত্যুও ঘটেছে। আসলে এই দিনে রথযাত্রা উৎসবের জন্য পুরীতে রথ নির্মাণ শুরু হয়ে থাকে। তাই এই উৎসবকে কেন্দ্র করে বাজি-পটকা ফাটানো হচ্ছিল। সেই সময় আগুনের ফুলকি কোনওভাবে বাজির স্তুপে  গিয়ে পড়ে।

জগন্নাথদেবের চন্দন যাত্রায় বাজি ফেটে অগ্নিদগ্ধ ৩০,মৃত্যু ৩

নিজস্ব সংবাদদাতা, পুরী : রথযাত্রা উৎসবের আগে সাজো সাজো রব পুরীতে। আর তার আগেই পুরীতে ভয়াবহ অগ্নিকাণ্ড। সূত্রের খবর অনুযায়ী, বুধবার রাতে জগন্নাথ দেবের চন্দন যাত্রায় হঠাৎ বিস্ফোরণ। বাজি ফেটে অগ্নিকাণ্ডে দগ্ধ হলেন অন্তত ৩০ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনায় ২ জনের মৃত্যুও ঘটেছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। জানা গিয়েছে, আহতদের মধ্যে আরও চারজনের জনের অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, আতশবাজি থেকেই এই বিস্ফোরণ হয়।

জগন্নাথদেবের চন্দন যাত্রা উপলক্ষে পুরীর নরেন্দ্র পুষ্করিণী এলাকায় কয়েক'শ পুণ্যার্থীর সমাগম ঘটে। আসলে এই দিনে রথযাত্রা উৎসবের জন্য পুরীতে রথ নির্মাণ শুরু হয়ে থাকে। তাই এই উৎসবকে কেন্দ্র করে বাজি-পটকা ফাটানো হচ্ছিল। সেই সময় আগুনের ফুলকি কোনওভাবে বাজির স্তুপে  গিয়ে পড়ে। তার ফলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনায় আশেপাশে থাকা ভক্তরা আগুনের সংস্পর্শে চলে আসেন। প্রাণ বাঁচাতে অনেকেই সেখানে অবস্থিত একটি জলাশয়ে ঝাঁপ দেন। অন্তত ৩০ জন হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গিয়েছে।

 এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। তাঁর এক্স হ্যান্ডেলে তিনি আহত ব্যক্তিদের দ্রুত চিকিৎসার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। এছাড়াও আহতদের চিকিৎসার খরচ ওড়িশার মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মেটানো হবে বলেও জানানো হয়েছে। পুরো বিষয়টির দিকে নজর রাখার নির্দেশ দিয়েছেন তিনি।