ময়নায় কেন্দ্রীয় জিএসটি টিমের হানা
ময়নায় কেন্দ্রীয় জিএসটি টিমের হানা
পূর্ব মেদিনীপুর জেলার ময়না বাজারে শ্রীহরি বাসনালয় দোকানে কেন্দ্রীয় জিএসটি টিমের হানা ঘিরে চাঞ্চল্য এলাকায়। বেশ কয়েকঘন্টা তল্লাশি চালায় ওই টিম।। তল্লাশিচলাকালিন, টিমের চোখে অনিয়ম ধরা পড়ে । সেই মোতাবেক, কেন্দ্রীয় জিএসটি টিম বেশ কয়েক বছরের ব্যাংক স্টেটমেন্ট চেয়ে চিঠি দিয়েছে। জিএসটির ক্ষেত্রে বিভিন্ন জনের কাছে বিভিন্ন হারে কেন জিএসটি বিল নেওয়া হয়েছে তাও চিঠির মাধ্যমে জানতে চাওয়া হয়। তবে এ বিষয়ে তদন্তকারি দলের প্রতিনিধিরা সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলেনি।