তীব্র তাপপ্রবাহের মধ্যে ভোট প্রচার ঝাড়গ্রাম লোকসভার বাম প্রার্থী সোনামনি টুডু
তীব্র তাপপ্রবাহের মধ্যে ভোট প্রচার ঝাড়গ্রাম লোকসভার বাম প্রার্থী সোনামনি টুডু
তীব্র দাবদহের মধ্যে চন্দ্রীর আগুইবনী গ্রামে ভোট প্রচার শুরু করলেন ঝাড়গ্রাম লোকসভার বাম প্রার্থী সোনামনি টুডু। বৃহস্পতিবার থেকে ঝাড়গ্রামের বিভিন্ন জেলায় ভোট প্রচারে ঝড় তুলছে লালপতকা।এদিন চন্দ্রী বাজার এলাকায় পথ চলতি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন সোনামনি টুডু। । এলাকায় পায়ে হেঁটে রোড শো করেন। রাস্তার দুপাশে দাঁড়ানো মানুষের উদ্দেশ্যে হাত নাড়েন, হাত নেড়ে সকলের কাছে আশির্বাদ চাইলেন তিনি। সিপিআইএমের কর্মী সমর্থকরা নিজ নিজ দলের পতাকা হাতে নিয়ে এই রোড শো কর্মসূচিতে যোগ দিয়েছিলেন। এই কর্মসূচিতে সিপিএম প্রার্থী সোনামনী টুডু সঙ্গে উপস্থিত ছিলেন জেলা নেতৃত্বরা।