গঙ্গায় দেখা মিলল ঘড়িয়ালের
গঙ্গায় দেখা মিলল ঘড়িয়ালের
কল্যাণী, পিয়ালী বোস:- এবার গঙ্গায় দেখা গেলো কুমিরের এক প্রজাতি। নদীয়ার কল্যাণী চরসরাটি গঙ্গার ঘাটে দেখা যায় একটি ঘড়িয়াল। বিশেষজ্ঞদের দাবি, এই সময় তারা মাছের সন্ধানেই গঙ্গায় চলে আসে। ঘড়িয়ালটিকে দেখতে পেয়ে বনদপ্তরকে খবর দেয় স্থানীয়বাসিন্দা। ইতি মধ্যে ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়ায় এলাকায়।