ভোট প্রচারে ব্যস্ত রানাঘাটের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী
ভোট প্রচারে ব্যস্ত রানাঘাটের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী
দোরগোড়ায় কড়া নাড়ছে লোকসভা নির্বাচন। এখন সমস্ত দলের রাজনৈতিক প্রার্থীরাই জোড় কদমে চালাচ্ছে ভোট প্রচার। ঠিক তেমনি নদিয়া রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুকুটমনি অধিকারী ব্যস্ত ভোট প্রচারে। প্রচন্ড গরমকে উপেক্ষা করে হুটখোলা গাড়িতে কর্মী সমর্থকদের নিয়ে এদিন নদিয়া চাকদা শহরের একাধিক ওয়ার্ডে ঘুরে বেড়ান তিনি।