নোদাখালিতে তলিয়ে গেল ৪ কিশোর! কি করে ঘটল এই ঘটনা?

গুরু পূর্ণিমা সকালে স্নান করতে গিয়েছিলেন গঙ্গায় ৪ কিশোরী। সেই জলে তলিয়ে গেল তারা। এই ঘটনাটি ঘটে নোয়াখালী থানার বিড়লাপুর ১ ফটক জেটিঘাটে।

নোদাখালিতে তলিয়ে গেল ৪ কিশোর! কি করে ঘটল এই ঘটনা?

আজ এখন ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার,১৫ নভেম্বর: গুরু পূর্ণিমা সকালে স্নান করতে গিয়েছিলেন গঙ্গায় ৪ কিশোরী। সেই জলে তলিয়ে গেল তারা। এই ঘটনাটি ঘটে নোয়াখালী থানার বিড়লাপুর ১ ফটক জেটিঘাটে। ওইখানকার স্থানীয় বাসিন্দারা উদ্ধারকারীদের সঙ্গে যোগাযোগ করেন। এবং মুহুর্তের মধ্যে উদ্ধারকার্যে নেমেছে বিপর্যয় মোকাবিলার দল। তবে এখনো পর্যন্ত তাদের খোঁজ পাওয়া যায়নি।

শুক্রবার দিন সকালে সাতরা নাগাদ ওই চার নাবালক গঙ্গা স্নান করতে যান। গঙ্গার ওই স্রোতের টানে তাদের মধ্যে একজনকে ভাসিয়ে নিয়ে যায়। তারা চারজনই বিড়লাপুর জুটমিল কোয়ার্টারের বাসিন্দা। এক বন্ধু তলিয়ে যাওয়া দেখে বাকি তিন বন্ধু মিলে তাকে বাঁচাতে যায়। কিন্তু তাল সামলাতে না পেরে প্রত্যেকেই তলিয়ে যেতে থাকে। নিখোঁজ ওই চার নাবালকের মধ্যে দিপুকুমার শা, বয়স ১৬ বছর ও পিন্টুকুমার শা, বয়স ১৪ বছর সম্পর্কে দাদা-ভাই। তলিয়ে যাওয়া বাকি দুজন ১৫ বছরের দীপক মাহাতো ও ১৬ বছরের বিভাসকুমার শা একই এলাকার বাসিন্দা।

নাবালকদের তলিয়ে যেতে দেখে প্রাথমিকভাবে খোঁজ চালায় স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে আসে পুলিশ, প্রশাসন-সহ দমকল ও বিপর্যয় মোকাবিলা দলের কর্মীরা। এখনও নাবালকদের খোঁজে তল্লাশি চলছে। চার নাবালকের তলিয়ে যাওয়ায় শোকের ছায়া এলাকায়।