ক্ষমতায় এলে মহিলাদের তিন হাজার টাকা করে দেওয়ার আশ্বাস শুভেন্দুর
ক্ষমতায় এলে মহিলাদের তিন হাজার টাকা করে দেওয়ার আশ্বাস শুভেন্দুর
বিজেপি এ রাজ্যে ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডারের নাম বদলে মা অন্নপূর্ণা ভান্ডার করে মহিলাদের মাসে তিন হাজার টাকা করে দেওয়া হবে। শনিবার আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থী মনোজ টিগগার সমর্থনে কুমারগ্রামে এক জনসভায় একথা বলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া সমালোচনা করে বলেন, “উনি খালি ভিক্ষা, ভাতা আর খয়রাতি করে রাজ্য চালাচ্ছেন। রাজ্যে কোনও শিল্প নেই বেকারদের কাজ নেই। আর তৃণমূল নেতারা ফুলেফেঁপে উঠছেন।“ এই রাজ্যে লটারির বাড়বাড়ন্ত নিয়ে দুর্নীতির অভিযোগ করেন তিনি। চা বাগান অধ্যুষিত এই কেন্দ্রে বিরোধী দলনেতা জানান, পড়শি রাজ্য অসমে চা শ্রমিকরা ৩৫০ টাকা পান। বিজেপির হাতে ক্ষমতা এলে এ রাজ্যের শ্রমিকরাও ৩৫০ টাকা করে পাবেন। ফের ডাবল ইঞ্জিন সরকারের পক্ষে সওয়াল করেন তিনি। এর পাশাপাশি কোচবিহার লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের সমর্থনে জনসভা করেন শুভেন্দু অধিকারী । কোচবিহারের নাটাবাড়িতে বিজয় সংকল্প সভায় অংশগ্রহণ করে এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চোর স্লোগান তুলে সরব হন তিনি। রাজ্যের মন্ত্রী উদয়ন গুহকে ভোটের দিন আটকে রাখতে কমিশনের কাছে অনুরোধ জানান তিনি।