অভিনব ভোট প্রচারের নজির দেখা গেলো উত্তর কলকাতার নির্বাচনী আধিকারিক দফতরের
অভিনব ভোট প্রচারের নজির দেখা গেলো উত্তর কলকাতার নির্বাচনী আধিকারিক দফতরের
জাতীয় ভোট দানের গড় এর থেকে অনেকটাই পিছিয়ে উত্তর কলকাতা। সূত্রের খবর, কলকাতার উত্তরের ভোটারদের ভোট দানে উৎসাহিত করার জন্য উত্তরকলকাতা নির্বাচনী আধিকারিকের দফতর থেকে "ELECTION TRAM CAR" একটি বিশেষ উদ্যোগ নেওয়া হয়।জানা গিয়েছে কলকাতার ঐতিহ্য একটি AC ট্রাম কে সাজিয়ে কলকাতা উত্তর কেন্দ্রের বিভিন্ন অঞ্চলে ঘোরানো হবে এই "ELECTION TRAM CAR"। আগামী ২৯ সে এপ্রিল এই ট্রামের উদ্বোধন হয়েছিল। আগামীকাল থেকে ৫ মে পর্যন্ত সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এবং বিকাল ৫ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত এসপ্ল্যানেড থেকে শ্যামবাজার পর্যন্ত এবং আবার শ্যামবাজার থেকে এসপ্ল্যানেড পর্যন্ত চলবে এই ট্রাম। ট্রামের ভিতরে থাকবে ডামি ভোটিং মেশিন। জানা গিয়েছে এই বিশেষ ট্রামে উঠতে কোনো টিকিট কাটতে হবে না যাত্রীদের। এই ট্রাম শুধুমাত্র কলকাতা উত্তরের বিভিন্ন এলাকায় ঘুরবে তাই নয় , তার সঙ্গে একাধিক অনুষ্ঠানের ও ব্যবস্থা করা হয়েছে বলে জানান উত্তর কলকাতার নির্বাচনী আধিকারিকের দফতর ।
ট্রাম উদ্বোধনে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার (সিইও) আরিজ আফতাব, কলকাতা পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েল, অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সিইও অরিন্দম নিয়োগী ও বিজিত কুমার ধর, কলকাতা পুলিশের অ্যাডিশনাল পুলিশ কমিশনার (I) মুরলিধর শর্মা, ট্রান্সপোর্ট বিভাগের সেক্রেটারি ডঃ সৌমিত্র মোহন (IAS) ও কলকাতা পুলিশের সেন্ট্রাল ডিসি ইন্দিরা মুখার্জি।