মনিপুরে আফস্পার কয়েকটি এলাকায় মেয়াদ বাড়িয়ে ৬! যার জেরে হিংসায় জ্বলছে মনিপুর

কয়েকদিন হল মনিপুরে আবারো অশান্তির সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে ওইসব হিংসাত্মক এলাকায় নতুন করে সন্ত্রাস বাহিনী বিশেষ 'আফস্পা' লাগু করল কেন্দ্র সরকার

মনিপুরে আফস্পার কয়েকটি এলাকায় মেয়াদ বাড়িয়ে ৬! যার জেরে হিংসায় জ্বলছে মনিপুর

আজ এখন ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার,১৫ নভেম্বর: কয়েকদিন হল মনিপুরে আবারো অশান্তির সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে ওইসব হিংসাত্মক এলাকায় নতুন করে সন্ত্রাস বাহিনী বিশেষ 'আফস্পা' লাগু করল কেন্দ্র সরকার। নিরাপত্তা বাহিনীকে বেশ কয়েকটি জায়গায় রক্ষা করার জন্য  আইন আরোপ করা হয়েছে।

মনিপুরে প্রায় ছটি থানায় এই আইন লাগু করা হয়। এইসব অঞ্চল গুলির মধ্যে রয়েছে জিরিবাম, যেখানে ১০ জন কুকী জঙ্গি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ওই এলাকায় থাকা তিনজন নারীসহ তিন জন শিশুকেও অপহরণ করা হয়। এবং তারা সম্ভবত মেইতেই সম্প্রদায় ছিল। এর আগে মণিপুরের ১৯টি থানা এলাকা আফস্পার অধীনে ছিল না, কারণ সেগুলিকে শান্তিপূর্ণ হিসাবে বিবেচনা করা হত।

সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আইন ‘আফস্পা’ তোলার দাবিতে মণিপুরে ইরম শর্মিলা চানুর অনশনের কথা সবার জানা। কিন্তু সেই আইনের বলেই মণিপুরে শান্তি ফেরাতে মরিয়া কেন্দ্র। এর আগে স্থানীয়দের বিক্ষোভ, বিরোধীদের কটাক্ষ উড়িয়ে গত বৃহস্পতিবার নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশের বেশ কয়েকটি জেলায় আফস্পার মেয়াদ বাড়িয়েছিল কেন্দ্র।