শাহের মন্তব্যের তীব্র সমালোচনা মমতার
শাহের মন্তব্যের তীব্র সমালোচনা মমতার
দুদিন আগে উত্তরবঙ্গে ভোট প্রচারে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভূপতিনগরে এনআইএ আধিকারিকদের উপর হামলার ঘটনায় তীব্র সমালোচনা করেন। তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে বলেন, “উল্টো করে ঝুলিয়ে মেরে সোজা করে দেব।“ শুক্রবার কোচবিহারে ভোট প্রচারে এসে শাহের এই মন্তব্যের সমালোচনা করে মমতা বলেন ,”কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে একথা শোভা পায়?
পাশাপাশি তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কড়া সমালোচনা করে বলেন, “প্রধানমন্ত্রী বলছেন চার জুনের পর দুর্নীতির বিরুদ্ধে আরও কড়া হবে। আমি তো বলি সব থেকে বড় চোর তো তোমাদের প্রার্থী।“ নাম না করে তিনি বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিককে এভাবেই খোঁচা দেন। তিনি বলেন, “আগে একটা একটা করে বিজেপির চোরগুলোকে ধর। আবার তৃণমূলকে চোর বলছে। আসলে ওরা একটা বড় ডাকাত।“ সংখ্যালঘু ভাই-বোনদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, “ওরা ভয় দেখাবে, ভয় পাবেন না ।মাথা ঠান্ডা রাখুন। শান্তি বজায় রাখুন। বিজেপিকে হাটানোর সিদ্ধান্ত নিতে হবে।“ মুখ্যমন্ত্রী আরও বলেন, “দিল্লির কাছে ১০০ দিনের কাজ নিয়ে আমাদের আর ভিক্ষা করার দরকার নেই আমরা ৫০ দিনের কাজ দিয়েছি।“