দক্ষিণ শিবগঞ্জে এবার এক দম্পতির রহস্য মৃত্যু! নেপথ্যের কি কারণ? ঘটনার তদন্তে পুলিশ
ধার শোধ করতে না পারায় পাথরপ্রতিমায় দম্পতির রহস্যমৃত্যু। কিভাবে হল দম্পতির মৃত্যু? পুরো ঘটনাটিকে খতিয়ে দেখছে পুলিশ।
আজ এখন ডেস্ক, দেবপ্রিয় কর্মকার, ২৬ শে সেপ্টেম্বর: ধার শোধ করতে না পারায় পাথরপ্রতিমায় দম্পতির রহস্যমৃত্যু। কিভাবে হল দম্পতির মৃত্যু? পুরো ঘটনাটিকে খতিয়ে দেখছে পুলিশ। তবে প্রতিবেশীদের দাবি, এই দম্পতি নাকি খুন ধার দেনাতে ডুবে ছিল।
পুলিশ জানিয়েছে, দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকের দক্ষিণ শিবগঞ্জ ফরেস্ট ঘাট এলাকার বাসিন্দা মনোরঞ্জন কর ওরফে পশুপতি। তাঁর বয়স ৪৮ বছর। স্ত্রী দুর্গারানী কর। তাঁর এক সন্তান রয়েছেন। কর্মসূত্রে তিনি থাকেন কেরল। স্ত্রীকে নিয়ে পাথরপ্রতিমার বাড়িতে থাকতেন পশুপতি। হঠাৎ করে ঘর থেকে অচৈতন্য অবস্থায় বৃহস্পতিবার সকালে উদ্ধার হল দম্পতির দেহ। প্রতিবেশীরা সঙ্গে সঙ্গেই থানায় খবর দেয়। এবং উদ্ধার করা দম্পতির দেহকে হাসপাতালে নিয়ে যায়। তারপর সেখান থেকেই ঘোষণা করে তারা দুজনেই মারা গিয়েছে। এবং দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
কেন এই ঘটনা? স্থানীয় সূত্রে খবর, প্রচুর ধার দেনা ছিল ওই দম্পতির। তা মেটানোর চাপ ছিলই। তা নিয়ে অবসাদে ভুগছিলেন দম্পতি। তবে কি সেই কারণেই আত্মহত্যার সিদ্ধান্ত? নাকি জোড়ামৃত্যুর নেপথ্যে অন্য কোনও কারণ, তা খতিয়ে দেখছে পুলিশ। জোড়া মৃত্যুর ঘটনায় স্বাভাবিকভাবেই শোকের ছায়া এলাকায়। খবর দেওয়া হয়েছে মৃতদের সন্তানকে।