কুল কিনারা নেই খুনের! ফের তিনজনের রহস্য মৃত্যু বিহারের সিওয়ানে

আরও একবার সন্দেহজনক পরিস্থিতিতে তিনজনের মৃত্যু হয়েছে বিহারের সিওয়ানে। শুক্রবার সকাল পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। কয়েকজন অসুস্থ বলেও জানা গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কুল কিনারা নেই খুনের! ফের তিনজনের রহস্য মৃত্যু বিহারের সিওয়ানে

আজ এখন ডেস্ক, পুস্পিতা বড়াল, 15 নভেম্বর: আরও একবার সন্দেহজনক পরিস্থিতিতে তিনজনের মৃত্যু হয়েছে বিহারের সিওয়ানে। শুক্রবার সকাল পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। কয়েকজন অসুস্থ বলেও জানা গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিবারের সদস্যদের দাবি, সবাই মদ্যপ অবস্থায় বাড়িতে এসেছিল। এরপর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। 

ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় প্রশাসন তবে পরপর তিনজনের মৃত্যুর পর প্রশাসনের ভিতরেও আতঙ্ক বিরাজ করছে। এই প্রসঙ্গে এসএইচও অজিত কুমার সিং বলেন, 'তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃত্যুর কারণ এখনও স্পষ্ট হয়নি। ময়নাতদন্তের রিপোর্ট এলে সব পরিষ্কার হবে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে পুলিশ টিম। মৃতদের মধ্যে একজনের নাম অমরজিৎ যাদব। বাকি নিহতদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি, গুরুতর অসুস্থ রোগীদের আরও ভালো হাসপাতালে রেফার করা হয়েছে।' প্রসঙ্গত বলে রাখি, দিন কয়েক আগেই বিহারে বিষাক্ত মদ্যপানের জেরে মারা গিয়েছেন একাধিক মানুষ। 

এদিন অমরজিৎ যাদবের প্রতিবেশী সোনি কুমারী জানান, 'বৃহস্পতিবার রাতে মদ খেয়ে সেখানে আসেন অমরজিৎ যাদব। তার মধ্যে অনেক অস্থিরতাও লক্ষ্য করেছি। সকালে আমরা তাকে হাসপাতালে নিয়ে আসি। এরপর হাসপাতালেই মৃত বলে ঘোষণা করা হয় তাকে। সোনি আরো বলেন, “আমার স্বামীও অমরজিতের সঙ্গে মদ খেয়েছিলেন। রাতে তার স্বাস্থ্যের অবনতি হতে থাকে। ইতিমধ্যে তার দৃষ্টিশক্তিও চলে গেছে। সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপর চিকিৎসকরা আমাদের পাটনায় রেফার করেছেন।