দার্জিলিং এর ম্যালে মমতা! খুদেদের চকোলেট, শীতবস্ত্র দিলেন উপহার
মমতা বন্দ্যোপাধ্যায় ১১ই নভেম্বর উত্তরবঙ্গের উদ্দেশ্যে বেরিয়েছিলেন। তিনি আজ সকালে দার্জিলিং এর ম্যালে রাস্তায় পাশেই জনসংযোগ করলেন, তার সঙ্গে সেখানকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বললেন।
আজ এখন ডেস্ক,দেবপ্রিয়া কর্মকার,১২ নভেম্বর: মমতা বন্দ্যোপাধ্যায় ১১ই নভেম্বর উত্তরবঙ্গের উদ্দেশ্যে বেরিয়েছিলেন। তিনি আজ সকালে দার্জিলিং এর ম্যালে রাস্তায় পাশেই জনসংযোগ করলেন, তার সঙ্গে সেখানকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বললেন। এবং ছোট বাচ্চাদের হাতে তুলে দিলেন চকলেট, বিশ্ব বাংলা স্টলে ঢুকলেন সেখানে ঘুরলেন তার সঙ্গে শীত পোশাকের দোকানও ঘুরে দেখলেন।
আজ সকালে দার্জিলিং এর মেলে রাস্তায় প্রাতঃভ্রমনে বেরিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তার সঙ্গে অরূপ বিশ্বাস সহ অন্যান্য অনেকেই ছিলেন। তিনি মেলের রাস্তায় হাঁটতে হাঁটতে ওইখানকার স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেন, সেখানকার খোঁজখবর নেন। বিশ্ববাংলার স্টলে ঢুকে ওইখানকার ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। মুখ্যমন্ত্রী বাচ্চাদের খুব ভালোবাসে, তা বলাই বাহুল্য। আদর করে তাদের চকোলেট দিলেন সবার হাতে। সবাই মমতা বন্দ্যোপাধ্যায় কে এই ভাবে পেয়ে খুবই আনন্দিত। তবে এই প্রথম নয়, মুখমন্ত্রী বরাবরই ঠিক ঘরের মেয়ের মতো মিশে যান আমজনতার ভিড়ে।
উল্লেখ্য, একাধিক কর্মসূচি নিয়ে সোমবার দার্জিলিং গিয়েছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার জিটিএ ও অন্যান্য উন্নয়ন বোর্ডগুলির সঙ্গে বৈঠক করবেন তিনি। পরেরদিন, বুধবার দার্জিলিংয়ের চৌরাস্তায় সরস মেলার উদ্বোধন করবেন। তার পরের দিন ফিরবেন কলকাতায়। মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী মন্ত্রী অরূপ বিশ্বাস।