পচাগলা মৃতদেহ নিয়ে চাঞ্চল্য শান্তিপুরে! ঘটনায় হতবাক প্রতিবেশীরা

স্থানীয় সূত্রে খবর, বাইগাছি পাড়ার ওই বাড়িতে একাই থাকতেন ওই মহিলা। কী ভাবে ওই মহিলার মৃত্যু হলো তা জানতে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে শান্তিপুর থানার পুলিশ।

পচাগলা মৃতদেহ নিয়ে চাঞ্চল্য শান্তিপুরে! ঘটনায় হতবাক প্রতিবেশীরা
পচাগলা মৃতদেহ নিয়ে চাঞ্চল্য শান্তিপুরে! ঘটনায় হতবাক প্রতিবেশীরা

ঘরের ভিতর থেকে উদ্ধার এক মহিলার পচাগলা মৃতদেহ। এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকালে চাঞ্চল্য ছড়ালো শান্তিপুরে। সূত্রের খবর, শান্তিপুরের বাইগাছি পাড়ার বাসিন্দা এক মহিলাকে গত কয়েকদিন যাবৎ দেখতে পাওয়া যাচ্ছিল না। বুধবার সকালে ওই মহিলার বাড়ির নীচের ভাড়াটে দোকানদার দোকান খুলতে এসে তীব্র গন্ধ পান। এর পরই স্থানীয় কাউন্সিলরের সাহায্যে শান্তিপুর থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে বাড়ির দরজা ভেঙে তার ঘরের ভিতর থেকে ওই মহিলার পচা গলা দেহ উদ্ধার করে।

 স্থানীয় সূত্রে খবর, বাইগাছি পাড়ার ওই বাড়িতে একাই থাকতেন ওই মহিলা। কী ভাবে ওই মহিলার মৃত্যু হলো তা জানতে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে শান্তিপুর থানার পুলিশ। আনুমানিক সকাল 10 টা নাগাদ মৃত মহিলার ভাড়াটিয়া দোকানদার এই প্রসঙ্গে জানান " গত তিন চার দিন হল আমরা বাড়িওয়ালা মিঠু কুন্ডুর (৫০) সাড়াশব্দ পাচ্ছিলাম না। এমনিতেই উনি মানসিক রোগগ্রস্ত ছিলেন। ঘরে সব সময় গালিগালাজ করত আমাদের। তবে বেশ কয়েকদিন আমরা সেটা শুনতে পাচ্ছিলাম না। গতকাল রাতে আমাদের নজরে পরে যে বাড়িতে লাইট জ্বলছে না। ওনাদের কিছু প্রতিবেশী ও আমাদের কাছে জিজ্ঞেস করে বাড়িওয়ালার মিঠু দির কোন আওয়াজ পাচ্ছি না। উনি কি কোথাও গেছেন? আজকে সকালে যখন আমি আমার দোকান খুলতে আসি তখন একটা পচা গন্ধ নাকে আসে। আমরা সবাই তখন এই ব্যাপারটা নিয়ে ওয়ার্ড কমিশনার কে জানাই। এরপর ওয়ার্ড কমিশনার প্রশাসনকে জানায়। শান্তিপুর থানার পুলিশ এসে দরজা খুলে মৃতদেহ উদ্ধার করে।" কীভাবে ওই মহিলার মৃত্যু হলো তা ময়না তদন্ত করে দেখছে শান্তিপুর থানার পুলিশ।