WhatsApp এবার নাকি কথা বলবে ইউজারদেরও সঙ্গে! চ্যাটজিপিটির মতোই অভিজ্ঞতা হবে
হোয়াটসঅ্যাপ এর কাছে যে কোনও প্রশ্ন করলে মুহূর্তেই মিলছে উত্তর। জানেন কি, এই চ্যাটবটে এবার আরও আকর্ষণীয় ফিচার যোগ করতে চলেছে সংস্থা ?মেটা AI অ্যাসিস্ট্যান্স লঞ্চ করেছে কয়েক মাস আগে। এবার সরাসরি ইউজারদের নামকরণ থেকে পরিষ্কার, ওয়েবআত্মপ্রকাশ করতে চলেছে মেটা এআই ভয়েস মোড ফিচার।
আজ এখন ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার, ১৪ ই সেপ্টেম্বর:হোয়াটসঅ্যাপ এর কাছে যে কোনও প্রশ্ন করলে মুহূর্তেই মিলছে উত্তর। জানেন কি, এই চ্যাটবটে এবার আরও আকর্ষণীয় ফিচার যোগ করতে চলেছে সংস্থা ?মেটা AI অ্যাসিস্ট্যান্স লঞ্চ করেছে কয়েক মাস আগে। এবার সরাসরি ইউজারদের নামকরণ থেকে পরিষ্কার, ওয়েবআত্মপ্রকাশ করতে চলেছে মেটা এআই ভয়েস মোড ফিচার। ইউজারদের সঙ্গে কথা বলবে কৃত্রিম বুদ্ধিমত্তা!
এখন ছোট থেকে বড় সবাই হোয়াটসঅ্যাপে সড়গড়।সেই কারণে সংস্থার চেষ্টা থাকে ব্যবহারকারীদের জন্য আরও আকর্ষণীয় ফিচার নিয়ে আসার। তাই এখন মেসেঞ্জিং অ্যাপে ব্যস্ত থাকেন সকলে।এবার নয়া পদক্ষেপ করছে তারা। সম্প্রতি ওপেনএআইয়ের চ্যাটবট চ্যাটজিপিটি অবশ্য আগেই অভিজ্ঞতার সুযোগ দিয়েছে ইউজারদের। আর প্রথমে চ্যাট ইন্টারফেস চালু করেছিল মেটা এবং নিজেদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাচ্ছেন ইউজাররা। এর ব্যবহারও খুবই সহজ। কিন্তু মেটা আরও নতুন পদক্ষেপ তুলেছে এবার হোয়াটসঅ্যাপে এআই ব্যবহারের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে।
সম্প্রতি জানা গেছে, এখন নিজের পছন্দের মতন ইউজাররা কণ্ঠস্বরও বেছে নিতে পারবেন। যেমন- দুই রকমের মার্কিন ও তিনটি আলাদা ধরনের ব্রিটিশ কণ্ঠস্বরের ভিতর থেকে বাছার সুযোগ পাচ্ছেন তাঁরা। তবে পরে আরও চারটি কণ্ঠস্বরও যোগ করা হতে পারে। এবং যেই কণ্ঠস্বরগুলি সবার কাছে তাদের পছন্দের ব্যক্তিদের। তবে এটা পরিষ্কার যে, আগামী দিনের ভবিষ্যতে এই হোয়াটস্যাপের কৃত্রিম বুদ্ধিমত্তা কাজ আরও চমকপ্রদ হতে চলেছে।
তার সঙ্গে বিকল্প ফিচার, গ্রুপ কলিং,এবার গ্রুপ কলিং এইগুলো আস্তে আস্তে যোগ হবে হোয়াটসঅ্যাপে। এতদিন পর্যন্ত হোয়াটসঅ্যাপে শুধুমাত্র গ্রুপ ছিল কথা বলার জন্য আর হোয়াটসঅ্যাপে গ্রুপ কলিংয়ের ক্ষেত্রে ফোন এলে সবার কাছে রিং হত। কিন্তু এবার আর তা হবে না। গ্রুপ কলিংয়ে যুক্ত হওয়া জন্য লিংকের দরকার হবে।