তৃণমূল নেতার বাড়ি-নার্সিংহোম সহ ৬ জায়গায় একযোগে হানা ইডির!

ফের মঙ্গলবার সকালে অ্যাকশন মোডে ইডি। আরজি কর দুর্নীতিকাণ্ডে সাতসকালে ইডির হানা শহরের ছ’টি জায়গায়। সূত্রে খবর, মঙ্গলবার একযোগে তল্লাশি চালায় ইডি। তৃণমূলের চিকিৎসক নেতা সুদীপ্ত রায়ের উত্তর কলকাতার বাড়ি ও নার্সিংহোমে তল্লাশি চলে। বালিগঞ্জ সার্কুলার রোডে ঔষধ ব্যবসায়ীর বাড়িতেও হানা দেয় ইডি।

তৃণমূল নেতার বাড়ি-নার্সিংহোম সহ ৬ জায়গায় একযোগে হানা ইডির!

আজ এখন ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার, ১৭ই সেপ্টেম্বর:ফের মঙ্গলবার সকালে অ্যাকশন মোডে ইডি। আরজি কর দুর্নীতিকাণ্ডে সাতসকালে ইডির হানা শহরের ছ’টি জায়গায়। সূত্রে খবর, মঙ্গলবার একযোগে তল্লাশি চালায় ইডি। তৃণমূলের চিকিৎসক নেতা সুদীপ্ত রায়ের উত্তর কলকাতার বাড়ি ও নার্সিংহোমে তল্লাশি চলে। বালিগঞ্জ সার্কুলার রোডে ঔষধ ব্যবসায়ীর বাড়িতেও হানা দেয় ইডি।

এর আগে বৃহস্পতিবার বিটি রোডের পাশে শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়িতে হানা দিয়েছিল সিবিআই। আখতার আলির অভিযোগের তদন্তে নেমে সন্দীপকে গ্রেফতারও করে সিবিআই। তাঁকে দফায় দফায় জেরা করছে সিবিআই। এবার সেই সূত্র ধরেই আরজি করের রোগী কল্যাণ সমিতির যিনি চেয়ারম্যান ছিলেন, সেই সুদীপ্ত রায়ের বাড়ি ও নার্সিংহোম ইডির স্ক্যানারে।

হুগলির দাদপুরের দাঁড়পুর গ্রামে সুদীপ্ত রায়ের বাংলোতেও এদিন অভিযান করে ইডি। এদিন সকাল ৬টা ৪৫ নাগাদ ইডির একটি টিম সুদীপ্ত রায়ের সিঁথির মোড়ের বাড়ি ও নার্সিংহোমে এসে পৌঁছয়। সূত্রে কবর, তখন ভিতরে ছিলেন সুদীপ্ত রায়। অন্যদিকে বালিগঞ্জ সার্কুলার রোডে সন্দীপ জৈনের বাড়িতে এদিন পৌঁছয় ইডি। আরজি কর মেডিক্যাল কলেজে মেডিক্যালের ইক্যুয়েপমেন্ট সাপ্লাই করতেন তিনি। সেখান থেকে কমিশন পেতেন সন্দীপ ঘোষ বলেও অভিযোগ। সেই তদন্তেই বালিগঞ্জ সার্কুলার রোডে তাঁর বাড়ি ও অফিসে ইডি। সন্দীপ জৈনের কোম্পানির নাম শ্রী ইয়স ট্রেডিং কোম্পানি।