নদীতে স্নান করতে নেমেই বিপত্তি! তলিয়ে গেল বাবা ও দুই ছেলে
মাজার শরিফে দর্শন করতে এসেই ঘটল বিপত্তি। নদীতে স্নান করতে নেমেই হল কাল! তলিয়ে গেল বাবা ও দুই ছেলে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে। আসানসোলের কুলটি থানার ডিসেরগড়ে দামোদর নদীতে মৃত্যুর কোলে ঢলে পড়ল বাবা ও দুই সন্তান।
মাজার শরিফে দর্শন করতে এসেই ঘটল বিপত্তি। নদীতে স্নান করতে নেমেই হল কাল! তলিয়ে গেল বাবা ও দুই ছেলে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে। আসানসোলের কুলটি থানার ডিসেরগড়ে দামোদর নদীতে মৃত্যুর কোলে ঢলে পড়ল বাবা ও দুই সন্তান। তলিয়ে যাওয়াদের খোঁজে চালাচ্ছে উদ্ধারকারী দল। সূত্রের খবরে জানা গিয়েছে, কোলকাতার একবালপুর থানার 19 বি হুসেন শাহ রোডের বাসিন্দা মহঃ ফিরোজ তার দুই ছেলে মহঃ আসিফ এবং মহঃ তসিফ কে নিয়ে ডিসেরগড় মাজার শরিফে এসেছিল। তখনই তারা তিনজনে দামোদরে নদীতে স্নান করতে নেমে তলিয়ে যায়। খবর পেয়ে পৌঁছায় ঘটনাস্থলে কুলটি থানার পুলিশ।উদ্ধারকারী দল নৌকা নিয়ে নদীতে তল্লাশি চালাচ্ছে। ইতিমধ্যেই উদ্ধার হয়েছে একজনের মৃতদেহ।