বাড়িতে লুকিয়ে লুকিয়ে ঢুকলো এক ভয়ানক 'অতিথি'! দেখি কেঁপে উঠলেন মা, দোলনায় ছিল তার ঘুমন্ত শিশু
প্রায়দিনই বৃষ্টি হচ্ছে। আর এই সময় সাপের উপযুক্ত খুবই বেশি হয়। তার মধ্যে ঘরের ভিতরে সাপ ঢুকে যাওয়ার ঘটনা একাধিক বার সামনে এসেছে। কখনো বাড়ির জানালায় আবার কখনও বাথরুমে কোমডের মধ্যে দেখা মিলেছে সাপের বা কখনও ওয়াশিং মেশিনেই গুটিয়ে থাকতে দেখা গিয়েছে মস্ত বড় কোবরাকে।
আজ এখন ডেস্ক, দেবপ্রিয় কর্মকার, ১৪ই সেপ্টেম্বর:এখন প্রায়দিনই বৃষ্টি হচ্ছে। আর এই সময় সাপের উপযুক্ত খুবই বেশি হয়। তার মধ্যে ঘরের ভিতরে সাপ ঢুকে যাওয়ার ঘটনা একাধিক বার সামনে এসেছে। কখনো বাড়ির জানালায় আবার কখনও বাথরুমে কোমডের মধ্যে দেখা মিলেছে সাপের বা কখনও ওয়াশিং মেশিনেই গুটিয়ে থাকতে দেখা গিয়েছে মস্ত বড় কোবরাকে। তবে এ বার বাথরুম বা ওয়াশিং মেশিন নয়, তবে এবার দেখা গেল বেডরুমে এক শিশুর দোলনার ঠিক নীচে হদশি মিলল মস্ত বড় পাইথনের। তা দেখেই খুদের মায়ের চোখ কপালে ওঠে । ইন্টারনেটে সেই ভিডিয়োই ভাইরাল হয়েছে।
আজকালকার দিনে আমাদের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করা হয়।ভিডিয়োতে দেখা যায়, মাঝে এক সময় দোলনা থেকে নেমে মাটিতে বসেন ওই মহিলা। সেখানে বসেই দোলনায় দোল দিতে থাকেন। তক্ষুনি অজগর সাপটিকে স্পষ্ট দেখতে পায়। এর পর সাপটি মুখ উঁচু করতেই মহিলার নজরে পড়ে এবং সে আস্তে আস্তে দোলনার দিকেই এগিয়ে আসতে থাকে।তিনি কিছুক্ষণের মধ্যেই তার সন্তানকে দোলনা থেকে নিয়ে দ্রুত সেখান থেকে চলে যান।
ইতিমধ্যেই ভিডিয়োটি পোস্ট করার সঙ্গেই ভাইরাল হতে শুরু করে। আর কিছুক্ষণের মধ্যেই কিছুক্ষণের মধ্যেই লক্ষ লক্ষ ভিউস কুড়িয়ে নিয়েছে। তার মধ্যে নানান মানুষের নানান মন্তব্যের বন্যা ছড়িয়ে পড়েছে কমেন্ট বক্সে। লাইক পড়েছে কয়েক হাজার।এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী কমেন্টে লিখেছে,"ও মা গো! আমাকে ৪ বার ভিডিয়োটি দেখতে হলে অজগরকে খুঁজে পাওয়ার জন্য। কোন রকমের তো কোনো সমস্যা দেখতে পেলাম না