এসএন ব্যানার্জি রোডে ভয়াবহ বিস্ফোরণ
খাস কলকাতার(Kolkata) এসএন ব্যানার্জি রোডে ভয়াবহ বিস্ফোরণ। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, প্ল্যাস্টিকের ব্যাগে(plastic bag) বিস্ফোরক ছিল বলে খবর। ঘটনায় আহত একজন। এই বিস্ফোরণের পরই বিস্ফোরণস্থল ঘিরে ফেলেন পুলিশ(police)আধিকারিকরা। পুলিশ সূত্রে খবর, শনিবার দুপুর পৌনে দু’টো নাগাদ বিস্ফোরণের ঘটনাটি ঘটে।
আজ এখন ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার, ১৪ই সেপ্টেম্বর:খাস কলকাতার(Kolkata) এসএন ব্যানার্জি রোডে ভয়াবহ বিস্ফোরণ। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, প্ল্যাস্টিকের ব্যাগে(plastic bag) বিস্ফোরক ছিল বলে খবর। ঘটনায় আহত একজন। এই বিস্ফোরণের পরই বিস্ফোরণস্থল ঘিরে ফেলেন পুলিশ(police)আধিকারিকরা।
পুলিশ সূত্রে খবর, শনিবার দুপুর পৌনে দু’টো নাগাদ বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এলাকাবাসী দ্রুত খবর দেয় তালতলা থানায়। ঘটনাস্থলে যায় বম্ব স্কোয়্যাডও। যদিও তারা সেখান থেকে কিছু মেলেনি। এ দিকে, বিস্ফোরেণের জেরে আহত হয়েছেন এক ব্যক্তি। তাঁর নাম বাপি দাস (৫৮)। বাড়ি উত্তর ২৪ পরগনার(North 24 pargana)ইছাপুরে। বিস্ফোরণের জেরে ওই ব্যক্তির হাতের কবজি উড়ে গিয়েছে বলে খবর।
এলাকাবাসী আহত ব্যক্তিকে উদ্ধার করে এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গিয়েছে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। এলাকায় মোতায়েন রয়েছে প্রচুর পুলিশ বাহিনী।