নিম্নচাপের জেরে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে!

: নিম্নচাপের জেরে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। মৌসুমী অক্ষরেখা সক্রিয় গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। সঙ্গে এও জানানো হয়েছে, এর প্রভাবে মেঘলা আকাশ এবং লাগাতার বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই।

নিম্নচাপের জেরে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে!

আজ এখন ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার, ১৪ই সেপ্টেম্বর: নিম্নচাপের জেরে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। মৌসুমী অক্ষরেখা সক্রিয় গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। সঙ্গে এও জানানো হয়েছে, এর প্রভাবে মেঘলা আকাশ এবং লাগাতার বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। পাশাপাশি উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলার কিছু অংশে প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে। উপকূল ও সংলগ্ন বেশ কয়েকটি জেলায় দমকা ঝোড়ো বাতাস বইবে। দমকা ঝোড়ো বাতাসে সমুদ্র উত্তাল হবে। সেই কারণে মৎস্যজীবীদের রবিবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বজ্রবিদ্যুৎ-সহ নিবিড় বৃষ্টির সতর্কতা ১৩ জেলায়। আগামী এক থেকে দুই ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ একটানা বৃষ্টির সতর্কতা। কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, কলকাতায় মূলত মেঘলা আকাশ। রবিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে হালকা ঝোড়ো বাতাস বইতে পারে। সর্বোচ্চ ৫০-৫৫ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে। রবিবার পর্যন্ত এই বৃষ্টি বিক্ষিপ্তভাবে চলবে। মেঘলা আকাশ ও বৃষ্টির কারণে তাপমাত্রা বেশ কিছুটা কমেছে।

শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.১ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৫ থেকে ৯৮ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৬ থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টি হয়েছে ৭২.৪ মিলিমিটার।