প্রেসক্রিপশনেও উঠছে বিচারের দাবি! বিচারের অভিনব প্রতিবাদ চিকিৎসকদের
এবার মালদা শহরে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন সংগঠনের দুই শিশু রোগ বিশেষজ্ঞ চিকিৎসকের অভিনব প্রতিবাদ
আজ এখন ডেস্ক: একদিকে যখন আরজিকর কাণ্ডের আবহে উত্তাল সারা রাজ্য, অন্যদিকে সিপির পদত্যাগের দাবিতে পথে জুনিয়র চিকিৎসকরা। স্বাস্থ্য দুর্নীতি মামলায় ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন সন্দীপ ঘোষ। চিকিৎসক থেকে জুনিয়র চিকিৎসক রাজ্যের বিভিন্ন প্রান্তে যে যার মত করে আন্দোলনে নেমেছেন। এবার মালদা শহরে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন সংগঠনের দুই শিশু রোগ বিশেষজ্ঞ চিকিৎসকের অভিনব প্রতিবাদ। তারা প্রাইভেট চেম্বারে রোগী দেখার সময় যে প্রেসক্রিপশন দিচ্ছেন। সেখানেও লেখা থাকছে বিচারের দাবি। লেখা থাকছে আরজিকর বিচার চাই। অপরাধচক্রের বিনাশ চাই। উই ওয়ান্ট জাস্টিস। তাদের দাবি, এই ভাবেই প্রতিবাদের ভাষা ছড়িয়ে পড়ুক চারিদিকে। ওই দুই প্রতিবাদী চিকিৎসকের নাম অভিজিৎ মিশ্র এবং রামপ্রকাশ সাহা। অভিজিৎ মিশ্র রোগী দেখেন মকদুমপুর রোডে। আরেক চিকিৎসক রোগী দেখেন সিঙ্গাতলা রোডে।