মালদায় গ্রীষ্মের দাবদাহের মাঝে তীব্র জলসঙ্কট, বিক্ষোভ গ্রামবাসীদের

মালদায় গ্রীষ্মের দাবদাহের মাঝে তীব্র জলসঙ্কট, বিক্ষোভ গ্রামবাসীদের

এই মুহূর্তে গ্রীষ্মের তাপপ্রবাহ চোখ রাঙাচ্ছে সারা পচিমবঙ্গে। গরমের তীব্রতায় নাজেহাল মানুষ। আর এরই মধ্যে পানীয় জলের সঙ্কট মালদার হাবিবপুরের আইহো অঞ্চলের  ভড়পাড়া এলাকায়। জলসঙ্কট মেটানোর দাবিতে বৃহস্পতিবার সাত সকালে মালদা নালাগোলা রাজ্য সড়কের আইহো বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। তাদের দাবি এলাকায় প্রায় এক মাস ধরে এই পাণীয় জলের সংকট।গ্রামবাসীদের অভিযোগ , প্রশাসনের আধিকারিক থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ টি এইচ পি দপ্তরসহ বিভিন্ন দপ্তরে এই ব্যাপারে জানিয়েছে তারা কিন্তু কোনও কাজ হয়নি। গ্রামবাসীরা দাবি প্রশাসনের তরফ থেকে যতক্ষণ এই জলের সমস্ত সমাধান করা হবে ততক্ষণ পথ অবরোধ উঠানো হবে না। অবশেষে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হবিবপুর থানার পুলিশ। প্রসাশনের আশ্বাসে গ্রামবাসীরা অবরোধ তুলে নেন। এদিকে পথ অবরোধের জেরে অফিস কর্মীসহ আরও অনেক যাত্রীদের সমস্যার সম্মুখে পড়তে হয়।