প্রতিবন্ধী টোটো চালককে গলা কেটে খুন! দুর্ঘটনার মুখে টোটো ফেলেই চম্পট দুষ্কৃতীরা
নিশংসভাবে মুর্শিদাবাদের বহরমপুরে এক টোটো চালককে ছিনতাইয়ে বাধা পেয়ে গলা কেটে খুন। তিনি একজন প্রতিবন্ধী টোটো চালক ছিল। মঙ্গলবার গভীর রাতে মুর্শিদাবাদের বহরমপুরে এই ঘটনা ঘটেছে।
আজ এখন ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার,২৩ অক্টোবর: নিশংসভাবে মুর্শিদাবাদের বহরমপুরে এক টোটো চালককে ছিনতাইয়ে বাধা পেয়ে গলা কেটে খুন। তিনি একজন প্রতিবন্ধী টোটো চালক ছিল। মঙ্গলবার গভীর রাতে মুর্শিদাবাদের বহরমপুরে এই ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে ওই মৃত ব্যক্তির নাম কেয়াশীষ শেখ (৪৭)। তিনি বহরমপুরের নেতাজি রোডের বাসিন্দা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ওই এলাকার স্থানীয় বাসিন্দারা বলেন যে, তিনি প্রতিবন্ধী হওয়ার সত্বেও টোটো চালিয়ে তিনি পরিবারের ভরণপোষণ চালান। সব সময়ের মতন কাল রাতেও টোটো নিয়ে বেরিয়েছিলেন। একদল দুষ্কৃতী নতুন বাজারের কে যাওয়ার সময় তার পথ আটকায়। কেয়াশীষকে নামিয়ে টোটো নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে দুষ্কৃতীরা। স্বাভাবিকভাবে তিনি বাধা দেওয়ার চেষ্টা করেন এবং সেই বাধার কারণে তাঁর গলার নলি কেটে দেয় টোটো নিয়ে পালায় অপরাধীরা। রাস্তায় কেয়া শীষের রক্তাক্ত দেহ ওই অবস্থায় পড়ে থাকতে দেখে তাঁকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে পুলিশ। এবং ওই হাসপাতালের চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
পরে ওই দুষ্কৃতীরা টোটো নিয়ে পালিয়ে যাওয়ার সময় এক লড়িকে ধাক্কা মারে। এখানকার এলাকার লোকজনেরা ওই দুর্ঘটনা দেখে স্থানীয়রা জড়ো হয় সেখানে। সেখানেই অন্য এক টোটো চালক কেয়াশীষের ছিনতাই হওয়া টোটো দেখে চিনতে পারে। অপরিচিত লোকজন সেই টোটো নিয়ে যাচ্ছে দেখে ছিনতাইকারীকে তিনি প্রশ্ন করেন কোথা থেকে তিনি এই টোটো পেলেন? বেগতিক বুঝে এর পর টোটো ফেলেই সেখান থেকে চম্পট দেয় ছিনতাইকারী। নৃশংস এই খুনের ঘটনায় হত্যাকারিকে ধরতে তল্লাশি শুরু করেছে পুলিশ। পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।
এদিকে বাড়ির একমাত্র রোজগেরে পুরুষের এমন মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমেছে পরিবারে। মৃতার দিদি বলেন, 'আমার ভাই প্রতিবন্ধী। সে রাতেই গাড়ি চালাত। প্রতিবন্ধী হওয়ার সুযোগ নিয়ে তাঁর টোটো কেড়ে নেওয়ার চেষ্টা করে। এর পর বাধা পেয়েই তাঁকে খুন করা হয়।' অপরাধীদের গ্রেপ্তার করে কড়া শাস্তির দাবিতে সরব হয়েছে পরিবার।