গাড়ি দুর্ঘটনায় আহত ইরফান সোলাঙ্কির মা-মেয়ে! নেপথ্যে কোন চক্রান্ত?
উত্তরপ্রদেশের কানপুরের সিসামাউ বিধানসভা আসনের বিধায়ক ইরফান সোলাঙ্কি মহারাজগঞ্জ জেলে বন্দী। সোমবার ইরফানের মা খুরশিদা বেগম ও দুই মেয়ে তাদের সঙ্গে দেখা করতে মহারাজগঞ্জ কারাগারে যাচ্ছিলেন।
আজ এখন ডেস্ক, পুস্পিতা বড়াল, 5 নভেম্বর: উত্তরপ্রদেশের কানপুরের সিসামাউ বিধানসভা আসনের বিধায়ক ইরফান সোলাঙ্কি মহারাজগঞ্জ জেলে বন্দী। সোমবার ইরফানের মা খুরশিদা বেগম ও দুই মেয়ে তাদের সঙ্গে দেখা করতে মহারাজগঞ্জ কারাগারে যাচ্ছিলেন। কিন্তু বস্তিতে খুরশিদা বেগমের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনের ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। দুর্ঘটনায় আহত হয়েছেন প্রাক্তন বিধায়ক ইরফানের মা ও তাঁর দুই মেয়ে জারা ও জাবিয়া।
খুরশিদা বেগম মাথায় গুরুতর আঘাত পেয়েছেন এবং সেলাই দেওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর তিনজনকেই অ্যাম্বুলেন্সের সাহায্যে কানপুরে নিয়ে আসা হয়। গত দুই বছর ধরে মহারাজগঞ্জ জেলে বন্দি ইরফান সোলাঙ্কি। ইরফানের ছোট ভাই আরশাদ জানান, সোমবার মা খুরশিদা বেগম তার ভাইঝি জারা ও জাবিয়াকে বাবার সঙ্গে পরিচয় করিয়ে দিতে মহারাজগঞ্জ কারাগারে যাচ্ছিলেন। তিনজনই হুন্ডাই আই-১০ গাড়িতে করে যাচ্ছিলেন।
বস্তি জেলার খলিলাবাদের কাছে আচমকাই ব্রেক কষে সামনের ট্রাকটি। আর ঠিক এই কারণেই চালক গাড়ি নিয়ন্ত্রণ করতে পারেননি। গাড়িটি পেছন থেকে ট্রাকের সঙ্গে ধাক্কা মারে। এয়ারব্যাগ খুলে গেলে গাড়ির চালকের প্রাণ রক্ষা পায়। জানা গিয়েছে, গাড়ির পেছনের সিটে বসা মা ও আহত ভাইজিকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আরশাদ জানান, মা খুরশিদা বেগমের মাথায় ১৭টি সেলাই এবং জারার তিনটি সেলাই করা হয়েছে। জাবিয়া অভ্যন্তরীণ আঘাত পেয়েছেন। তবে এখন সবাই বিপদমুক্ত। এদিকে সিসামাউ আসন থেকে লড়ছেন প্রাক্তন বিধায়ক ইরফান সোলাঙ্কির স্ত্রী নাসিম সোলাঙ্কি। সিসামাউ উপনির্বাচনে তাকে প্রার্থী করেছেন এসপি প্রধান অখিলেশ যাদব।