তুমুল বিতর্কে নিউজিল্যান্ড বোর্ড! জম্বু ও কাশ্মীর নেই মানচিত্রে? জানুন কারণ
নিউজিল্যান্ডে ক্রিকেটের মিডিয়াতে একটি পোষ্টে দেখা গেছে যে, ভারতের মানচিত্রেলাদাখ-জম্মু ও কাশ্মীরের একাংশ নেই! তারপর থেকেই তুমুল বিতর্কের ঝড় ওঠে নেট দুনিয়ায়।
আজ এখন ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার,২২ অক্টোবর: নিউজিল্যান্ডে ক্রিকেটের মিডিয়াতে একটি পোষ্টে দেখা গেছে যে, ভারতের মানচিত্রেলাদাখ-জম্মু ও কাশ্মীরের একাংশ নেই! তারপর থেকেই তুমুল বিতর্কের ঝড় ওঠে নেট দুনিয়ায়। ভারতীয় আমজনতা এবং ভারতের ক্রিকেটপ্রেমীরাও এখন প্রশ্ন করেন, কিভাবে সোশ্যাল মিডিয়া এইভাবে একটি মানচিত্র প্রকাশ করতে পারে দেশের ক্রিকেট বোর্ডে?এমনকি এস জয়শংকরকে (বিদেশমন্ত্রী)এই প্রসঙ্গে পদক্ষেপ করতেও অনুরোধ করেন অনেকে।
নিউজিল্যান্ড ভারত সফরে তিনটি টেস্ট খেলবে। সেই টেস্টের ভারত সফরে তিনটি টেস্ট খেলবে নিউজিল্যান্ড। সেই টেস্টের দিনক্ষণ ও কোথায় হবে তা ঘোষণা করতে একটি গ্রাফিক্স কার্ড বানানো হয়। সেই কার্ডটি নিউজিল্যান্ড ক্রিকেটের সোশাল মিডিয়ায়তে পোস্ট করা হয়। যথাযথ ভারতের ভুল মানচিত্রটি ওই কার্ডেই ছিল। উত্তর দিকে লাদাখ ও জম্মু-কাশ্মীরের সীমানাটি অনেকখানি সংকুচিত করে দেখানো হয়েছিল। ফলে তা দেখেই ক্ষোভে ফেটে পড়েছেন নেটিজেনরা। একটি স্বাধীন রাষ্ট্রের মানচিত্রে কি করে এমন ভুল হতে পারে,ওঠে সেই প্রশ্নও।
অন্যদিকে, ৩৬ বছর পর ভারতের মাটিতে মেন ইন ব্লুর বিরুদ্ধে টেস্ট জিতেছে ব্ল্যাক ক্যাপসরা। কিউয়িদের দাপটে প্রথম ইনিংসে মাত্র ৪৬ রানে গুটিয়ে গিয়েছিলেন রোহিত শর্মা। বাকি দুটি টেস্টে ঘুরে দাঁড়ানোর উপায় খুঁজছে মেন ইন ব্লু।