বেঙ্গালুরুর ধ্বংসাবশেষে আটকে বহু মানুষ! সাততলা হলেও অনুমতি নেওয়া হয়েছিল চারতলার
বেঙ্গালুরুতে ফের প্রবল বর্ষায় নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ে। সেই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ৫। ওই ধ্বংসস্তূপের নিচে এখনো অনেকেই আটকে রয়েছেন।
আজ এখন ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার,২৩ অক্টোবর: বেঙ্গালুরুতে ফের প্রবল বর্ষায় নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ে। সেই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ৫। ওই ধ্বংসস্তূপের নিচে এখনো অনেকেই আটকে রয়েছেন। এই দুর্ঘটনায় টেক সিটির হেন্নুর অঞ্চলের বাবুসাপালিয়ায় চরম চাঞ্চল্য ছড়িয়েছে।
ওই দুর্ঘটনার পর মঙ্গলবার দিন ঘটনা স্থলে হাজির হয় অগ্নি নির্বাপণ ও আপৎকালীন পরিষেবার দুটি ভ্যান। এবং উদ্ধার কাজ শুরু করা হয়। সেখান থেকে তিনটি দেহ আপাতত উদ্ধার করা হয়েছে। পরে আরো দুজনের দেহ খুঁজে পান উদ্ধারকারীরা। ওই ধ্বংসাবশেষে দুইজনকে জীবিত অবস্থায় পাওয়া গিয়েছে। আরো বেশ কয়েকজনরে ওইখানে আটকে রয়েছে তার আশঙ্কা রয়েছে। ওই বহুতল বাড়িটিতে টালি বসানোর কাজ চলছিল। সেখানে প্রায় ২১ জন শ্রমিক ছিলেন। বাড়িটি হঠাৎ করেই ধসে পড়ে যায়। প্রাথমিক ভাবে উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার জানিয়ে দেন, ''প্রাপ্ত তথ্য অনুসারে, ওখানে ২১ জন শ্রমিক ছিলেন। একদিনে সাধারণত ২৬ জন কাজ করতেন ওই বাড়ির নির্মাণকর্মী হিসেবে। উদ্ধারকারীরা এক ২৬ বছরের শ্রমিকের দেহ উদ্ধার করেছেন।''
কেন ভেঙে পড়ল ওই বহুতল তা নিয়ে চর্চা শুরু হয়েছে। গত কয়েকদিন ধরেই বৃষ্টিতে ভেসে যাচ্ছে বেঙ্গালুরুর। লাগাতার দুর্যোগে বিপর্যস্ত জনজীবন। প্রবল বৃষ্টিতেই ওই অঘটন নাকি অন্য কোনও কারণ রয়েছে তা নিয়ে গুঞ্জন রয়েছে। অভিযোগ, বাড়িটির বেসমেন্ট দুর্বল হওয়াতেই তা ভেঙে পড়েছে। সূত্রের দাবি, বাড়িটি সাততলা হলেও অনুমতি নেওয়া হয়েছিল চারতলার। আর তাতেই ঘটে গেল এমন বিপত্তি।