এবারও নবান্নে রাত জেগে 'ডানা'য় নজরদারি মমতার!
সারাদেশে ডানার প্রভাব আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে। ফলে মমতার জনতার প্রতি বার্তা দিলেন যে, 'অযথা ভয় পাবেন না, গুজবে কান দেবেন না, সকলকে সতর্ক থাকতে হবে'। মমতার দায়িত্ব বোধ যে খানিকটা বেশি প্রশাসনিক প্রধান এমনটাই বলেন।
আজ এখন ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার,২৪ অক্টোবর: সারাদেশে ডানার প্রভাব আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে। ফলে মমতার জনতার প্রতি বার্তা দিলেন যে, 'অযথা ভয় পাবেন না, গুজবে কান দেবেন না, সকলকে সতর্ক থাকতে হবে'। মমতার দায়িত্ব বোধ যে খানিকটা বেশি প্রশাসনিক প্রধান এমনটাই বলেন। যে কোনও দুর্যোগ হোক না কেন তার থেকে মোকাবিলার পরিকল্পনা, জরুরিকালীন পরিস্থিতিতে কাজের ব্লুপ্রিন্ট তৈরি করে দেওয়ার পরও তিনি নিজেই ময়দানে নেমে নজরদারি করা তাঁর বরাবরের অভ্যেস। এইবারও আর অন্যথা হয়নি। বাংলা, উড়িষ্যা উপকূলে আজ রাতের মধ্যে ঘূর্ণিঝড় 'ডানা' আছড়ে পড়ার পূর্বাভাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তিনি নবান্ন বৈঠকে বৃহস্পতিবার বিকেলে একথা জানান। এবং সেইখানে যা যা সতর্কতা দরকার সবকিছু মনে করিয়ে দিলেন।
রাজ্যে রাজনৈতিক ক্ষমতার পালাবদলের পর থেকে ২০১১ সালে প্রশাসনিক কাজকর্মে অনেক ধরনের পরিবর্তন ঘটেছে। এর অন্যতম কারণ, রাজ্যের প্রশাসনিকের প্রধান হওয়ার পর মমতা তাঁর মস্তিষ্কপ্রসূত বেশ কিছু সিদ্ধান্ত। ফলে তাতে কাজের ধরন অনেক পাল্টে গিয়েছে। তবে তিনি যে কোন বিপর্যয় ঝাঁপিয়ে পড়েন এ কথা সত্যি। এর আগেও যে যে বাংলায় আছড়ে পড়েছে তখন তিনি রাত জেগে নজরদারি করেছেন। মমতা নিজেও বিপর্যয়ের সময় নবান্নের কন্ট্রোল রুমের কার্যের সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সর্বক্ষণ মনিটর দেখে বুঝে নেওয়ার চেষ্টা করেন, পরিস্থিতি কতটা প্রতিকূল, সেইমতো বাতলে দেন দুর্যোগ সামলানোর উপায়ও।
এই পরিস্থিতিতে বৃহস্পতিবার বিকেলে নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী বলেন, ''রাতে নবান্নের কন্ট্রোল রুমে থাকব। নাইটটা টোটাল আমি ওয়াচ করছি। নবান্নে হেল্পলাইন নং খোলা থাকবে। নম্বর - ০৩৩-২২১২৩৫২৬, ১০১৭০।'' জনতার প্রতি তাঁর বার্তা, ''অযথা ভয় পাবেন না। গুজবে কান দেবেন না। কুৎসা বা প্ররোচনায় কান দেওয়ার দরকার নেই। তবে সতর্ক থাকতে হবে সকলকে। আর ঝড়বৃষ্টি না থামলে সমুদ্রে যাওয়া বা বাড়ি থেকে বেরনো বারণ। এর পর আবার চাষিদের ক্ষতিপূরণ দেওয়ার কাজ থাকবে।'' এদিন রাতে মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নে রাত জেগে পরিস্থিতি নজরে রাখবেন স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তীও।