জঙ্গি হামলা বেড়েছে! কাশ্মীরে জঙ্গি হামলা বৃদ্ধিতে উদ্বিগ্ন কেন্দ্র
কাশ্মীর উপত্যকায় জঙ্গি হামলার উৎপাত বেড়েছে। এখনও সাধারণ মানুষের ওপর মাঝে মধ্যে হামলা হয়। এর পাশাপাশি নিয়ন্ত্রণরেখাকে লংঘন জঙ্গি রাজা হামলা করছে তারও খবর আসছে ক্রমাগত।
আজ এখন ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার,২৮অক্টোবর: কাশ্মীর উপত্যকায় জঙ্গি হামলার উৎপাত বেড়েছে। এখনও সাধারণ মানুষের ওপর মাঝে মধ্যে হামলা হয়। এর পাশাপাশি নিয়ন্ত্রণরেখাকে লংঘন জঙ্গি রাজা হামলা করছে তারও খবর আসছে ক্রমাগত। সব মিলিয়ে চিন্তার হাত পড়েছে দিল্লির। জঙ্গিদের প্রবেশ আটকাবে নজরদারি চালানো হলো সৈন্য বাহিনীর চোখে ধুলো দিয়ে তারা কাশ্মীরে প্রবেশ করে যাচ্ছে, কিভাবে জঙ্গি ও প্রবেশ করছে, সে প্রশ্ন থেকেই যাচ্ছে। গত এক বছর ধরে অনেক জঙ্গিরা প্রবেশ করছে, সংবাদ সংস্থার রিপোর্টে অনুমান। তারা সেটাও সন্দেহ করছে যে, কাশ্মীরের এলাকার যুবকদের মগজধোলাই করে সন্ত্রাসী কাজে যুক্ত করছে।
গান্দেরবালে সাম্প্রতিক জঙ্গি হানা এই সন্ধ্যার দিকে আরও বাড়িয়ে তুলেছে। জঙ্গিদের চকিত হানায় সাত নাগরিকের মৃত্যু হয়েছে। ওইখানে দুই জঙ্গি হামলা চালিয়েছিল। তারা প্রায় ১০ মিনিট ধরে একনাগড়ে গুলি চালায়। কাশ্মীরি উপত্যকার এক তরুণকে সবার মধ্যে থেকে চিহ্নিত করা হয়েছে। ওই তরুণ দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার বাসিন্দা। ওই তরুণকে আগের বছর মগজ ধোলাই করে জঙ্গি সংগঠনে যুক্ত করা হয় বলে জানিয়েছে, গোয়েন্দারা। কাশ্মীরি তরুণের হাতে ছিল একে-৪৭। অপর জঙ্গির হাতে ছিল আমেরিকার এম-৪ রাইফেল।
উপত্যকায় স্থানীয় তরুণদের একাংশের মধ্যে যে ভাবে দ্রুত গতিতে সন্ত্রাসবাদের বীজ বপনের চেষ্টা চলছে, তাতে উদ্বেগ বৃদ্ধি পেয়েছে দিল্লির। অনুমান, কাশ্মীরের স্থানীয় জঙ্গিরা অন্য গোষ্ঠীর জঙ্গিদের অনুপ্রবেশেসাহায্য করে থাকতে পারে। গোয়েন্দা সূত্রে খবর, চলতি বছরের মার্চেই তুলাইল সেক্টরে নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে বেশ কয়েকজন জঙ্গি কাশ্মীরে প্রবেশ করে।
শুধু তা-ই নয়, গত বছরের ডিসেম্বর থেকে তুলাইল, গুরেজ, মাচিল এবং গুলমার্গ হয়ে একাধিক অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। সে ক্ষেত্রে কাশ্মীর উপত্যকায় স্থানীয় তরুণেরা যাতে জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত না হতে পারে, তা নিশ্চিত করতে নজরদারি বৃদ্ধি করেছে কাশ্মীর পুলিশ এবং ভারতীয় সেনা। কিন্তু তাতেও কাজ হচ্ছে না অনেক সময়। কারণ, জঙ্গিরা এক বার অনুপ্রবেশ করলে, প্রথমে তারা সাধারণ মানুষের ভিড়ে মিশে থাকে। ‘লো প্রোফাইল’ হয়ে থাকে।