মণিপুরে জঙ্গিদের মৃত্যু! অশান্তির আন্দাজ পেয়ে কারফিউ জারি
সোমবার দিন মনিপুরে সিআরপিএফের ক্যাম্পে হঅভিযানে পাল্টা জবাব জঙ্গিরা চালিয়েছিল। এইখানে ১১ জনের মৃত্যু হয়। যার জেরে কুকি গোষ্ঠী মঙ্গলবার দিন বন্ধ ডাকে।
আজ এখন ডেস্ক,দেবপ্রিয়া কর্মকার, ১২নভেম্বর: সোমবার দিন মনিপুরে সিআরপিএফের ক্যাম্পে হঅভিযানে পাল্টা জবাব জঙ্গিরা চালিয়েছিল। এইখানে ১১ জনের মৃত্যু হয়। যার জেরে কুকি গোষ্ঠী মঙ্গলবার দিন বন্ধ ডাকে। মনিপুরের পাহাড়ি এলাকায় ভোর পাঁচটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত বন্ধ ডাকা হয়। এবং তার পাশাপাশি প্রশাসনের তরফ থেকে জেরিবাম জেলা সহ তার বেশকয়েকটি সংলগ্ন এলাকায় কারফিউ জারি করা হয়। কোনওরকম অশান্তি এড়াতে বিপুল সংখ্যায় সেনা মোতায়েন করা হয়েছে এলাকায়।
কুকি জঙ্গিরা গতকাল জিরিবাম জেলার বোরোবাকেরা এলাকায় হামলা চালায়। কয়েকটি বাড়িতে আগুন লাগানো হয়, এরপর জিরিবাম জেলার বোরোবাকেরা পুলিশ স্টেশনকে নিশানা করে তারা। তারপর জঙ্গিরা সিআরএফ ক্যাম্পের হামলা চালায়। এবং নিরাপত্তাকারীরা তার পাল্টা জবাব দেয়। ওই গুলিতেই ১১ জন জঙ্গিদের মৃত্যু হয়। তাদের কাছ থেকে ৪টি এসএলআর, ৩টি একে ৪৭, একটি আরপিজি-সহ প্রচুর পরিমাণে গোলাগুলি উদ্ধার করা হয়েছে। ওই লড়াই চলাকালীন দুই সিআরপিএ জাওয়ানরাও আহত হন। অন্যদিকে, কুকিরা ৫ গ্রামবাসীকে অপহরণ করে নিয়ে গেলে বলে জানা যাচ্ছে।
এদিকে আরও জানা যাচ্ছে, গত তিন ধরে মণিপুরের নানা জায়গায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলা-বারুদ বাজেয়াপ্ত করেছে নিরাপত্তাবাহিনী। সেনা, অসম রাইফেলস ও মণিপুর পুলিশের যৌথ অভিযানে পম্পি গান, গ্রেনেড, ছোট মর্টার, এসএলআর রাইফেল, .৩০৩ রাইফেল-সহ আরও নানা ধরনের বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া এই সব অস্ত্র তুলে দেওয়া হয়েছে মণিপুর পুলিশের হাতে।