মুর্শিদাবাদের এক পঞ্চায়েত প্রধান হলো আত্মঘাতী!জুয়া খেলে হয়েছে প্রচুর টাকার দেনা

জুয়ার নেশা খুব খারাপ। মানুষের জীবন পর্যন্ত চলে যেতে পারে এই নেশায়। যার জেরে মুর্শিদাবাদের এক প্রাক্তন গ্রাম পঞ্চায়েত হলো আত্মঘাতী। জানা গেছে জুয়া খেলে তার প্রচুর টাকা দেনা হয়েছে। যার জেরে এমন চরম সিদ্ধান্ত। তিনি গলার ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন

মুর্শিদাবাদের এক পঞ্চায়েত প্রধান হলো আত্মঘাতী!জুয়া খেলে হয়েছে প্রচুর টাকার দেনা

আজ এখন ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার,২১ অক্টোবর: জুয়ার নেশা খুব খারাপ। মানুষের জীবন পর্যন্ত চলে যেতে পারে এই নেশায়। যার জেরে মুর্শিদাবাদের এক প্রাক্তন গ্রাম পঞ্চায়েত হলো আত্মঘাতী। জানা গেছে জুয়া খেলে তার প্রচুর টাকা দেনা হয়েছে। যার জেরে এমন চরম সিদ্ধান্ত। তিনি গলার ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন। এবং ঘর থেকে পাওয়া গিয়েছে তার ঝুলন্ত দেহ। রবিবার দুপুরে এই ঘটনাটি ঘটায় এলাকারবাসীরা ইসলামপুর থানায় যায় এবং দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।

পুলিশ জানিয়েছে, মৃতের নাম ছিল মহম্মদ মন্টু সরকার (৪৬) ওরফে মন্টু প্রধান। তিনি বিগত পাঁচ (২০০৩-২০০৮) বছর ধরে এক নম্বর ব্লকের ইসলামপুর চপ গ্রাম পঞ্চায়েতের দলের প্রধান ছিলেন। এখন তিনি গুদিয়া গ্রাম পঞ্চায়েতের সাংসদ পদে রয়েছে। তার পরিবারের কোন অশান্তি নেই বললেই চলে সবাই চাকরি করে। রবিবার তার দেহ ঝুলন্ত অবস্থায় ঘর থেকে উদ্ধার করা হয়। পুলিশ প্রাথমিক তদন্তে জানিয়েছে, তিনি আত্মঘাতী হয়েছেন তবে কি কারন? প্রশ্নের উত্তরে মৃতের এক ভাইপো বলেন, “কাকা বেশ অনেকদিন ধরে দেনার দায়ে ডুবে ছিল তাকে বেশ চিন্তিত দেখাত। আর দেখা হলেই বলত,একটু সমস্যায় আছি। এর বেশি কিছু বলতেন না। তবে বুঝতে পারতাম দেনায় ডুবে গিয়েছেন।”

সূত্রের খবর, কোনওভাবেই হোক জুয়ার সঙ্গে জরিয়ে পড়েছিলেন তিনি। পাওনাদারদের চাপ ক্রমশ বাড়ছিল। সেই কারণেই এই চরম সিদ্ধান্ত। কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা।