জুনিয়র ডাক্তাররা অসন্তুষ্ট! ফের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক আন্দোলনকারীদের
তিলোত্তমা কান্ডের বিচারের জন্য জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছিলেন। এবার ফের তারা মুখ্যসচিব মনোজ পন্থকে চিঠি দিলেন। ওই বৈঠকে আলোচনার সময় আন্দোলনকারীরা সেই ১০ টি দফার কটা পূরণ হলো তা নিয়ে আন্দোলনকারীরা প্রশ্ন তোলেন।
আজ এখন ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার, ৭নভেম্বর: তিলোত্তমা কান্ডের বিচারের জন্য জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছিলেন। এবার ফের তারা মুখ্যসচিব মনোজ পন্থকে চিঠি দিলেন। ওই বৈঠকে আলোচনার সময় আন্দোলনকারীরা সেই ১০ টি দফার কটা পূরণ হলো তা নিয়ে আন্দোলনকারীরা প্রশ্ন তোলেন। জুনিয়র ডাক্তার ওই বিষয়ে জানতেই টাস্কফোর্সের বৈঠক ডাকার আরজি জানিয়েছে। একুশে অক্টোবর মুখ্যমন্ত্রীর সঙ্গে যে বৈঠকটি হয়েছে, এবং সেখানে হওয়া অনেক কথাই ওই ভিডিওতে রেকর্ড নেই, এমনটাই তাদের অভিযোগ।
জুনিয়র ডাক্তাররা তাদের ইমেলে অভিযোগ জানান। এবং বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রতিটি মেডিক্যাল কলেজে 'রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন' গঠন নিয়ে আলোচনা করেন। সেই বিষয়ে কথাগুলি রেকর্ড করা। তবে পরের বছর মার্চ মাসের মধ্যেই ছাত্র ভোট করা হবে, তার উল্লেখ আছে 'রেকর্ডে'। এমনকি তারা আরডিএ নিয়েও আলোচনা করেছিলেন,তার উল্লেখ নেই রেকর্ডে।
বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, ওবিসি সংরক্ষণের জন্য নিয়োগ প্রক্রিয়া থমকে রয়েছে। জুনিয়র চিকিৎসকদের দাবি, কোনও একটি সংরক্ষণ মামলার জন্য সম্পূর্ণ নিয়োগ আটকে থাকতে পারে না। পাশাপাশি রেফারেল সিস্টেম নিয়েও তারা কিছু পরামর্শ দিয়েছেন।
রাজ্যের সমস্ত হাসপাতালের স্বাস্থ্যকর্মী এবং ডাক্তারদের নিরাপত্তা সুনিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছিল রাজ্য। কিন্তু সেই সংক্রান্ত উদ্যোগ জুনিয়র ডাক্তারদের চোখে পড়েনি। বেশিরভাগ হাসপাতালেই দেখা মেলেনি সরকারের ‘উইনার্স টিম’ এবং ‘শক্তি টিম’-এর। সবমিলিয়ে রাজ্য সরকারের আশ্বাস ও কাজের মধ্যে ফারাক রয়েছে বলেই দাবি ফ্রন্টের। এসব নিয়ে টাস্কফোর্সের সঙ্গে বৈঠক চেয়ে চিঠি দিলেন জুনিয়র ডাক্তাররা।