গুলিবিদ্ধ এক মাছ ব্যবসায়ী! তবে কি নেপথ্যে ভেড়ি নিয়ে বচসা?নেপথ্যে কে বা কারা?

সোমবার দিন সকালে এই ঘটনাকে কেন্দ্র করে বনগাঁ বক্সিপল্লি এলাকায় প্রবল শোরগোল পড়ে যায়। ওই ব্যবসায়ীকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে কি কারনে এমন ঘটল?

গুলিবিদ্ধ এক মাছ ব্যবসায়ী! তবে কি নেপথ্যে ভেড়ি নিয়ে বচসা?নেপথ্যে কে বা কারা?

আজ এখন ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার, ১১ নভেম্বর: বনগাঁয় মাছ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানো হলো। সোমবার দিন সকালে এই ঘটনাকে কেন্দ্র করে বনগাঁ বক্সিপল্লি এলাকায় প্রবল শোরগোল পড়ে যায়। ওই ব্যবসায়ীকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে কি কারনে এমন ঘটল? আর কে বা কারা এর নেপথ্যে রয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ওই মাছ ব্যবসায়ীর নাম অসিত অধিকারী। তিনি বক্সিপল্লি এলাকার বাসিন্দা ছিলেন।তার একটি মাছের ভেরি রয়েছে। তিনি। সকাল থেকে তিনি ভেরিতেই ছিলেন। তাঁর বাড়ির পাশেই একটি ভেড়ি রয়েছে। এবং ঠিক সেই সময় কেউ পিছন থেকে তাকে গুলি করে। তার পিঠে গুলিটি লাগে এবং কিছুক্ষণের মধ্যে গুলিবিদ্ধ রক্তাক্ত অবস্থায় মাটির সঙ্গে লুটিয়ে পড়েন তিনি। ভেরি লোকেরা তাকে তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা তার ওই অবস্থা দেখে কলকাতা হাসপাতালে রেফার করেন।

তবে তদন্তের কাজ ইতিমধ্যেই শুরু করা হয়েছে। দেখা হচ্ছে, এলাকার সিসিটিভি আছে কি না। থাকলে সেক্ষেত্রে ফুটেজ খতিয়ে দেখা হবে। পাশাপাশি গুলিবিদ্ধের সঙ্গে কারও কোনও শত্রুতা ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। সাতসকালে এহেন ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন তদন্তকারীরা।