প্রকাশ্য গ্রামের রাস্তা দিয়ে দেদার বালি পাচার!

খাগড়াবাড়ি ২নং অঞ্চলের প্রধানের জমিতে বালি ফেলা হচ্ছে। প্রধানের সঙ্গে ফোনে কথা হয় সরকারি কাজ চুপচাপ থাক! আর কাজ করতে থাক! পুলিশ বিএলএলও আছে আর আমি আছি! যদিও এই বিষয়ে খাগড়াবাড়ি ২নং অঞ্চলের প্রধানের বক্তব্য এখানে আমার কিছু নেই

প্রকাশ্য গ্রামের রাস্তা দিয়ে দেদার বালি পাচার!

আজ এখন ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার, ২০ অক্টোবর:প্রকাশ্যে গ্রামের রাস্তা দিয়ে ট্র্যাক্টর ট্রলিতে করে বালি, পাথর পাচার। ময়নাগুড়ি'র জল্পেশ জর্দা নদী থেকে বালি পাথর উত্তোলন করে ট্র্যাক্টর ট্রলিতে গ্রামের রাস্তা দিয়ে বালি পাচারের অবাধ বিচরণ উত্তোলন কারীদের। ট্র্যাক্টর যাতায়াতের ফলে নষ্ট হচ্ছে গ্রামের রাস্তাগুলি। জল্পেশ থেকে ময়নাগুড়ি বিডিও অফিস যাওয়ার রাস্তায় বালি বোঝাই ট্র্যাক্টর প্রকাশ্য দিবালোকে চলছে। কার দৌলতে চলছে প্রকাশ্য দিবালোকে বালি উত্তোলন থেকে বালি পাচার। প্রশ্নের মুখে প্রশাসন!

 বালি উত্তোলনকারীদের সাফাই, খাগড়াবাড়ি ২নং অঞ্চলের প্রধানের জমিতে বালি ফেলা হচ্ছে। প্রধানের সঙ্গে ফোনে কথা হয় সরকারি কাজ চুপচাপ থাক! আর কাজ করতে থাক! পুলিশ বিএলএলও আছে আর আমি আছি! যদিও এই বিষয়ে খাগড়াবাড়ি ২নং অঞ্চলের প্রধানের বক্তব্য এখানে আমার কিছু নেই! ট্রলি হিসাবে মাল ফেলছে! যদি মাল ফেলতে পারে তাহলে ফেলবে না ফেলতে পারে অন্য টলি লাগানো হবে।